বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মহিলাদের বিরুদ্ধে অপরাধ নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন। এখন থেকে উত্তর প্রদেশে যদি কেউ মহিলাদের সাথে অভদ্রতা করে, তাহলে তাঁর ছবি সমেত পোস্টার শহর জুড়ে লাগিয়ে দেওয়া হবে। যোগী সরকার এই পদক্ষেপ নাগরিকতা আইনের বিরুদ্ধে হওয়ার হিংসার পর নিয়েছিল। সরকার সরকারি সম্পত্তির ক্ষতি করা আন্দোলনকারীদের নাম, ঠিকানা, পিতৃ পরিচয় সমেত পোস্টার শহর জুড়ে লাগিয়েছিল।
যোগী সরকারের এই অভিযান সফল করতে রাজ্যের মহিলা পুলিশ আধিকারিকদের বড় দায়িত্ব দেওয়া হবে। মহিলা পুলিশ শহরের সমস্ত গুরুত্বপূর্ণ যায়গায় নজর রাখবে। এরপর কাউকে মহিলাদের সাথে অভদ্রতা করতে দেখলেই, তাঁর বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। রাজ্যে মহিলাদের বিরুদ্ধে অপরাধ কম করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন যোগী আদিত্যনাথ।
মুখ্যমন্ত্রী আধিকারিকদের নির্দেশ দিয়েছান যে, মহিলাদের সাথে অভদ্রতা করা ব্যাক্তিদের বিরুদ্ধে তৎকাল কড়া পদক্ষেপ নিতে হবে। এর সাথে সাথে তাঁদের ছবি তুলে শহরের সার্বজনীন যায়গায় পোস্টারের মতো লাগিয়ে দিতে হবে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ
- মহিলাদের সাথে যেকোন অপরাধ করা মানুষদের বিরুদ্ধে মহিলা পুলিশকর্মীদের দিয়ে দণ্ডিত করা হবে।
- মহিলা পুলিশকর্মীদের দিয়েই যেন তাঁদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া করানো হয়।
- এরকম অপরাধী আর তাঁদের সাহাজ্য যারা করে তাঁদের নাম প্রকাশ্যে আনতে হবে।
- যেভাবে অ্যান্টি রোমিও স্কোয়াড দাবাং আর মহিলাদের বিরুদ্ধে অপরাধ করা মানুষদের কোমর ভেঙেছিল, সেভাবেই রাজ্যের প্রতিটি জনবহুল এলাকায় পুলিশের অভিযান চালাতে হবে।
- কোথাও মহিলাদের বিরুদ্ধে কোনও অপরাধ হলে, থানা ইনচার্জ, থানার পর্যবেক্ষক আর সিওকে দায়ি করা হবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, মহিলাদের আর নাবালিকাদের সাথে ধর্ষণ, শ্লীলতাহানি, যৌন উৎপীড়ন করা অপারাধি আর তাঁদের সাহায্যকারীদের নাম উজাগর করা হবে। এরকম করলে, তাঁদের সাহায্যকারীদের মধ্যে বদনামের ভয় সৃষ্টি হবে।