নির্যাতিত বাঙালি হিন্দুদের পাশে যোগী সরকার, ঘোষণা করল ঘর ও কাজ দেওয়ার

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ দেশভাগের পর, পূর্ব পাকিস্তান থেকে নিজেদের সর্বস্ব হারিয়ে বাধ্য হয়ে ভারতে চলে আসেন বহু বাঙালি হিন্দু পরিবার। ১৯৭১ সালে এভাবে ভারতে চলে আসা বেশ কিছু পরিবার রয়েছেন উত্তরপ্রদেশে। এবার তাঁদের জন্যই এক বিশেষ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)।

সেইসময় প্রায় ৬৫ পরিবারকে মেরঠের কারখানায় কাজ দেওয়া হলেও, তা ১৯৮৪ সালে বন্ধ হয়ে যায়। যার ফলে বর্তমান সময়ে তাঁদের মধ্যে থাকা ৬৩ টি পরিবার প্রচন্ড সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে। এবার তাঁদের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

এবিষয়ে উত্তরপ্রদেশের মন্ত্রিসভার বৈঠকে স্থির করা হয়, ৬৩ টি বাঙালি হিন্দু পরিবারের জন্য কানপুরের দেহাত জেলায় ১২১.৪১ একর জমিতে আশ্রয়ের বন্দোবস্ত করে দেওয়া হবে। পাশাপাশি তাঁদের করে দেওয়া হবে জীবিকার ব্যবস্থাও। আর এই সবটাই ১৯৬০ সালের পুনর্বাসন আইনের আওতায় ব্যবস্থা করে দেওয়া হচ্ছে।

সূত্রের খবর, পরিবারগুলোকে ৩০ বছরের জন্য ১ টাকা লিজ দিয়ে ২০০ বর্গফুট জমি দেওয়া হবে থাকার জন্য। আর এই সময়কাল অর্থাৎ ২ বার করে এই ৩০ বছরের সময় বাড়িয়ে নেওয়া যাবে। সেইসঙ্গে চাষবাষ করার জন্য প্রতিটি পরিবারকে ২ একর করে জমি দেওয়া হবে। আবার ঘর নির্মানের জন্য মুখ্যমন্ত্রী আবাস যোজনার আওতায় পরিবারগুলোকে ১.২ লক্ষ টাকা করে দেবে সরকার। কাজের ক্ষেত্রে আবার একশো দিনের কাজের মধ্যে ভূমি সংস্কার ও সেচের বন্দোবস্তও করে দেওয়া হবে।

সম্পর্কিত খবর

X