নকশালী হামলায় শহীদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা এবং সরকারী চাকরি ঘোষণা যোগী সরকারের

বাংলাহান্ট ডেস্কঃ ছত্তিসগড়ের (Chhattisgarh) বীজাপুর জেলায় সেনা আর নকশালের মধ্যে সংঘর্ষে এখনও অবধি শহীদ হন ২২ জন জওয়ান। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) ঘোষণা করেছেন, এই সংঘর্ষে উত্তরপ্রদেশের শহীদ জওয়ানদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে।

ছত্তিসগড়ের বীজাপুর জেলার তারেম থানা এলাকার একটি জঙ্গলে এই সংঘর্ষ হয়। সেনার এনকাউন্টারে ১৫ জন নকশালিও নিকেশ হয়েছে বলে জানা গিয়েছিল। ২০০-র বেশি নকশালি সেনার উপর ফায়ারিং করেছিল বলে জানা যায়। শেষ পাওয়া খবর অবধি সেনার ২২ জন জওয়ান শহীদ হয়েছেন এবং আহতদের সংখ্যা ৩০ ছাড়িয়েছে।

21315 921441314579284 3476368875892192959 n 630 630

এই ঘটনার পরবর্তীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল এনিয়ে দুঃখ প্রকাশ করেছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ ছত্তিসগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেলকে ফোন করে ঘটনার তথ্য জেনেছিলেন।

ঘটনার পরবর্তীতে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শহীদ হওয়া অযোধ্যা রাজপুত্র যাদব এবং চান্দৌলি জেলার ধর্মদেব কুমারের প্রতি শ্রদ্ধা অর্পণ করেন। সেইসঙ্গে তিনি ঘোষণা করেন, মৃত সৈনিকদের পরিবার পিছু ৫০ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে এবং তাদের পরিবার পিছু এক জনকে সরকারী চাকরি দেওয়া হবে। পাশাপাশি তিনি আরও বলেন, মৃত জওয়ানদের জেলার একটি করে রাস্তা, তাদের নামে নামাঙ্কিত করা হবে।

Yogi Adityanath 16

মুখ্যমন্ত্রী আরও বলেন, এই শোকের মুহূর্তে রাজ্য সরকার প্রতিটি শহীদ পরিবারের পাশে রয়েছে। তাদের সবরকমভাবে সাহায্য করা হবে। দেশের জন্য এই শহীদদের আত্মবলিদান, আত্মত্যাগ সর্বদা সকলের স্মরণে থাকবে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর