কড়া মেজাজে যোগী আদিত্যনাথঃ কাজে ফাঁকি দেওয়ায় DM ও CMO কে দেওয়া হল শাস্তি

বাংলাহান্ট ডেস্কঃ সমগ্র বিশ্ব করোনা ভাইরাসের (COVID-19) ভয়ে আতঙ্কিত হয়ে রয়েছে। মানুষজন রাস্তায় বেরচ্ছেন না। কিন্তু উত্তর প্রদেশের (Uttar Pradesh) নয়ডায় (Noida) করোনা পরিস্থিতি মোকাবিলা করার জন্য কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না। সেই কারণে সম্প্রতি নয়ডার মন্ত্রীদের তাঁদের পদচ্যুত করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ তাঁদের পদচ্যুত করতে বাধ্য হন।

dr 2

এই কারণে নয়ডা থেকে CMO ডাক্তার অনুরাগ ভার্গবকে ট্রান্সফার করা হয়। নয়ডায় করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে, তাঁকে নয়ডার CMO পদ থেকে বদলি করে দেওয়া হয়। ডাঃ এপি চতুর্বেদিকে নয়ডার নতুন CMO হিসাবে নির্বাচন করা হয়েছে। ডাঃ অনুরাগ ভার্গব বলেন, ‘আমাকে বর্তমানে নরেন ভূষণে পাঠিয়ে দেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি ক্রমাগত বৃদ্ধি পাওয়ার জন্য আমাকে বদলি করা হয়েছে’।

তিনি আরও জানান, ‘দিনে দিনে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, বলেই আমাকে বদলি করে দেওয়া হয়’। উত্তরপ্রদেশের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা নয়ডাতে সবথেকে বেশি। প্রায় ৪৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মিরিটে ১৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আগ্রায় ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। উত্তরপ্রদেশের নয়ডাকে বাদ দিয়ে বাকি সব জায়াগতেই করোনা ভাইরাস এখনও অবধি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে।

কিন্তু সম্প্রতি নিজামুদ্দিনের ঘটনায় সমগ্র ভারত এখন আতঙ্কিত হয়ে রয়েছে। নতুন করে কোন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধির ভয়ে রয়েছে সকলেই।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর