বাংলাহান্ট ডেস্ক : জন্মদিন এগিয়ে আসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। আর সেই সঙ্গে সঙ্গে আরো একটি জল্পনা ক্রমেই মাথাচাড়া দিয়ে উঠছে। এবার কি প্রধানমন্ত্রীর (Yogi Adityanath) পদ থেকে সরে দাঁড়াবেন ‘নমো’? তেমনটাই যদি হয়, তবে তাঁর উত্তরসূরি হিসেবে কাকে দেখা যাবে? এই প্রশ্নের সঙ্গে সঙ্গে উঠে আসছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নাম। নিজের রাজ্যে তাঁর জনপ্রিয়তা ইতিমধ্যেই প্রমাণিত। বিজেপি তথা খোদ প্রধানমন্ত্রীরও যথেষ্ট ভরসার পাত্র তিনি। তবে কি মোদী পরবর্তী সময়ে যোগীই হবেন ভারতের প্রধানমন্ত্রী? দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মুখ খুললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী?
রাজনীতি এবং ধর্মের বিভেদ নিয়ে মুখ খুললেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)
গেরুয়া ধারণ করেই দক্ষ হাতে তিনি সামলাচ্ছেন রাজনীতির মারপ্যাঁচ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী থেকে কি এবার তবে ‘প্রোমোশন’ হতে চলেছে যোগীর (Yogi Adityanath)? তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি পিটিআই এর কাছে মুখ খোলেন আদিত্যনাথ। ধর্ম এবং রাজনীতির মধ্যে পার্থক্য নিয়ে তিনি বলেন, ধর্মকে একটি জায়গায় সীমাবদ্ধ করে রাখা হয়। অন্যদিকে রাজনীতিকে মুষ্টিমেয় কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ রাখা হয়। আর এখানেই সমস্যার সূত্রপাত হচ্ছে। তাঁর কথায়, রাজনীতি স্বার্থসিদ্ধি থেকে পরিচালিত হলে তা সমস্যার সৃষ্টি করে। তবে তা যদি বৃহত্তর স্বার্থে হয় তাহলে তা সমাধান এনে দেবে। সমস্যার অংশ হওয়া বা সমাধান খোঁজা, যেকোনো একটা বেছে নিতে হবে।
রাজনীতির মতোই শিক্ষা দেয় ধর্ম: একই ভাবে ধর্মও একই রকম শিক্ষা দেয় বলে মত যোগীর (Yogi Adityanath)। তিনি বলেন, ধর্ম যদি স্বার্থের জন্য অনুসরণ করা হয় তাহলে তা সমস্যা ডেকে আনে। কিন্তু কেউ যদি নিজেকে উচ্চতর উদ্দেশ্যর জন্য উৎসর্গ করে, তাহলে তা অগ্রগতির পথ উন্মুক্ত করে দেয়। ভারতীয় দার্শনিক চিন্তাধারা ধর্মকে স্বার্থের সঙ্গে যুক্ত করে না। পার্থিব জীবনে অগ্রগতির পথ উন্মুক্ত করা এবং আধ্যাত্মিক মুক্তি, এই দুটিই এর মূল লক্ষ্য। আর দুটি লক্ষ্যই রয়েছে সেবার উদ্দেশ্যে। সেবা করার এই মানসিকতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতি একটা মাধ্যম বলে মনে করেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)।
আরো পড়ুন : যুদ্ধ তো দূর! ভারতের এই “মারণাস্ত্র” দেখেই থরথর করে কাঁপছে পাকিস্তান, ঘুম উড়ল খোদ শরীফের
পরবর্তী প্রধানমন্ত্রী কি তিনিই: যদিও রাজনীতিকে নিজের পুরো সময়ের কাজ বলে মানতে নারাজ যোগী। নিজেকে একজন যোগী বলেই পরিচয় দেয় তিনি। আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, তিনি একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। উত্তরপ্রদেশের জনগণের দেখভালের জন্য দল তাঁকে দায়িত্ব দিয়েছে। বর্তমানে তিনি এখানে কাজ করছেন বটে। তবে এটা তাঁর পুরো সময়ের কাজ নয়। বাস্তবে তিনি একজন যোগী (Yogi Adityanath)। তিনি কতদিন রাজনীতিতে থাকবেন সেই সময়টাও বেঁধে দেওয়া হবে বলে মন্তব্য করেন যোগী আদিত্যনাথ।
আরো পড়ুন : ১৫ বার ভূমিকম্প! বদলেছে নদীর গতিপথও, ISRO-র উপগ্রহ ছবিতে ধরা পড়ল বিধ্বস্ত মায়ানমার
প্রসঙ্গত, বিজেপির নাকি ‘অলিখিত’ নিয়ম রয়েছে, ৭৫ বছরের বেশি বয়স হয়ে গেলে দলের কোনো নেতা আর মন্ত্রী পদে থাকতে পারবেন না। নরেন্দ্র মোদী আগামী ১৭ সেপ্টেম্বর পা রাখবেন ৭৫ এ। তবে কি এবার ভারতীয় রাজনীতিতে মোদী অধ্যায়ের অবসান হবে? বিজেপির তরফে যদিও বলা হয়েছে, এমন কোনো নিয়মই নাকি নেই। বিহারের নেতা জিতেন রাম মাঝিই কেন্দ্রীয় মন্ত্রীসভার সদস্য। তাঁর বয়স বর্তমানে ৮০।