বুলডোজারের পর এবার ‘অপারেশন প্রহার’! উত্তরপ্রদেশে মাফিয়া দমনের নেতৃত্বে যোগী আদিত্যনাথ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি, উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নির্বাচনে বিপুল জনমত নিয়ে দ্বিতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকার। এরপর থেকেই রাজ্যে দুষ্কৃতী এবং অপরাধীদের বাড়বাড়ন্ত কমাতে তৎপর প্রশাসন। ইতিমধ্যে যোগীর ‘অপারেশন বুলডোজার’ গোটা দেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছে আর এবার মাফিয়া রাজ বন্ধ করতে চালু হতে চলেছে “অপারেশন প্রহার’। পুলিশ প্রশাসনের পাশাপাশি এই অপারেশনটির নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যে মাফিয়া এবং অপরাধীদের দমন করতে একাধিক পদক্ষেপ নিয়ে চলেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ‘অপারেশন বুলডোজার’-এর মাধ্যমে ইতিমধ্যেই বহু কুখ্যাত দুষ্কৃতীদের ঘরবাড়ি ভেঙে দিয়েছে প্রশাসন। বিগত কয়েক মাসে বহু দুষ্কৃতী এবং অপরাধীরাই পুলিশের নিকট উপস্থিত হয়ে আত্মসমর্পণ করেছে আর এবার উত্তরপ্রদেশ থেকে মাফিয়া রাজ বন্ধ করতে বিজেপি সরকারের নয়া অভিযান অপারেশন প্রহার

বর্তমানে “অপারেশন প্রহার’-এর মূল লক্ষ্যে আছে কুখ্যাত মাফিয়া ডন মুখতার আনসারি ও তার নয়টি গ্যাং। উল্লেখ্য, মুখতার আনসারি অতীতে বেশ কয়েক বছর বিধায়ক পদেও নিযুক্ত ছিল বলে জানা গিয়েছে। উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, বর্তমানে মুখতারের ১৫৪ জনের টিমের গতিবিধি থেকে শুরু করে সম্পত্তি এবং অন্যান্য একাধিক বিষয় চিহ্নিত করা গিয়েছে। একই সঙ্গে, তার কোটি কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বর্তমানে গুজরাট জেলে বন্দি রয়েছে মুখতার। তবে তার গ্যাঙের প্রতিটি সদস্যকে জেলে ঢোকানোই পুলিশ প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। তবে শুধু মুখতার আনসারি নয়, এছাড়াও বহু মাফিয়া ও তাদের বাহিনীকে কাবু করতে মরিয়া উত্তর প্রদেশ প্রশাসন।

বিশেষজ্ঞদের মতে, দুষ্কৃতী এবং মাফিয়া রাজ বন্ধ করার পাশাপাশি উত্তর প্রদেশে বিরোধীদের আক্রমণ শানাতে চলেছেন যোগী আদিত্যনাথ এবং তাঁর প্রশাসন। এক্ষেত্রে অতীতে বেশ কয়েকজন মাফিয়া বিরোধী দলে গুরুত্বপূর্ণ পদে ছিল। ফলে তাদের বিরুদ্ধে অভিযান চালানোর মাধ্যমে বিরোধী দলগুলিকেও কড়া বার্তা দেওয়া হতে চলেছে বলে মত বিশেষজ্ঞদের।

সূত্রের খবর অনুযায়ী, অপারেশন প্রহারের আগাম প্রস্তুতি হিসেবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘Anti মাফিয়া সেল’ তৈরি করা হয়েছে। মুখতার আনসারির পাশাপাশি অনুজ কানোজিয়া নামে অপর এক কুখ্যাত দুষ্কৃতীর খোঁজ করে চলেছে উত্তর প্রদেশ পুলিশ। সূত্রের খবর, এক্ষেত্রে সকলের সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি তাদের সম্পূর্ণ গ্যাংকে ধরতে ইতিমধ্যেই ঘুঁটি সাজিয়ে চলেছে প্রশাসন।

সম্পর্কিত খবর

X