বাংলা হান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার সম্প্রতি একটি আইন পাশ করিয়েছে, যার পর রাজ্যে এমন কিছু মামলা সামনে এসেছে যেটা চিন্তাজনক ছিল। কারণ সেই আইন লাভ জিহাদ আর বিয়ে করে জোর করে ধর্মান্তকরণের বিরুদ্ধে ছিল। উত্তর প্রদেশে লাভ জিহাদের ইস্যু নিয়ে লাভ ডিবিটের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সাংবাদিকের প্রশ্নের কড়া জবাব দিতে দেখা গিয়েছে।
ওই ভাইরাল ভিডিওতে ক্যাপশন দেওয়া হয়েছে যে, সালমানের বাবা প্রথমেই ওঁর নাম করণ রাখল না কেন? এই ক্যাপশনের সাথেই সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও ভাইরাল হচ্ছে। ওই ভিডিওতে নিউজ অ্যাংকর বলছেন, পুলিশ হিন্দু মেয়ে মুসলিম যুবককে হেফাজতে নেয় আর মুসলিম যুবকের বিরুদ্ধে মামলাও দায়ের করে। কিন্তু পরে জানা যায় যে, দুজনেই নিজের ইচ্ছেয় যা করার করেছে, আর তদের কেউ কোনও জোর করেনি।
“ सलमान के बाप ने पहले ही उसका नाम करन क्यूँ नहीं रखा “ pic.twitter.com/Tc30DllFzW
— Dr. Shalabh Mani Tripathi (@shalabhmani) December 30, 2020
নিউজ অ্যাংকর বলেন, সরকার দ্বারা লাগু করা আইনের অনেক দুর্ব্যবহারও হচ্ছে। তখন যোগী আদিত্যনাথ অ্যাংকরকে জবাব দিয়ে বলেন, যদি সালমান নামের ব্যক্তি নিজেকে করণ বলে পরিচয় দেয়, তাহলে সেটা কি প্রতারণা না? ওঁর বাবা ওঁর নাম আগে থেকেই করণ কেন রাখেনি?