‘শাস্তির ভয়ে আজ প্যান্ট ভিজে যায় মাফিয়াদের! এটাই নতুন উত্তর প্রদেশ’, দাবি যোগি আদিত্যনাথের

বাংলা হান্ট ডেস্ক : উত্তর প্রদেশের (Uttar Pradesh) আইন শৃঙ্খলা নিয়ে বড় দাবি করলেন মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। শনিবার তিনি বললেন আগে উত্তর প্রদেশের মানুষ আইন নিয়ে ছেলে খেলা করত। এর পর যখন আদালত অপরাধীদের সাজা দেওয়া শুরু করল তখন থেকেই তারা ভয় পেয়ে গেল।

উত্তর প্রদেশের গোরক্ষকপুরে পেপসি কো-র কারখানা তৈরি হতে চলেছে। ১০৭১ কোটি টাকার প্লান্ট লাগানো হবে বলে জানা যাচ্ছে। এই প্লান্টের ভূমি পুজনের অনুষ্ঠানে পৌঁছন যোগি আদিত্যনাথ। এই অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, ‘যে উত্তর প্রদেশে আজ থেকে ৬ বছর আগে দাঙ্গা হত, অরাজকতা চলত, সেই উত্তর প্রদেশের আজ বদল হয়েছে।’ ভাইরাল হয়েছে ওই মন্তব্যের ভিডিও।

yogi, up police

 

রাম নবমী প্রসঙ্গে যোগি আদিত্যনাথ বলেন, ‘দেশের বিভিন্ন রাজ্য থেকে দাঙ্গার খবর আসছে। যেখানে শ্রী রামচন্দ্রের জন্ম হয়েছে সেই জায়াগায় মানুষ সুখে শান্তিতে অনুষ্ঠান উদযাপন করেছেন। অযোধ্যায় ৩৫ লক্ষ মানুষ এসেছিলেন। ১০০০ এরও বেশি শোভাযাত্রা বেরিয়েছিল। সেই শোভাযাত্রায় হিন্দু এবং মুসলিম ধর্ম নির্বিশেষে ফুল ছুঁড়েছিল। এটাৎ নতুন উত্তর প্রদেশ।’

যোগি আরও বলেন, ‘হনুমান জয়ন্তীর দিন ৫০০ শোভাযাত্রা বের হয়। কোথাও বিন্দু মাত্র অশান্তি হয়নি। আগে মানুষ উত্তর প্রদেশের শাসন ব্যবস্থাকে উপহাস করত। আর আজ মানুষ দেখছে কিভাবে শেষ হয়েছে মাফিয়া রাজ। আদালত শাস্তি দেওয়ার সময় তাদের প্যান্ট ভিজে যাচ্ছে। শুধু অপরাধী বা মাফিয়া নয়, কাউকেই আইনের বিরুদ্ধে কাজ করার অধিকার দেবে না এই সরকার।’

প্রসঙ্গত, ২০১৭ সালে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)। তারপর থেকে গত বছর ছয়েকের মধ্যে ১০ হাজারেরও বেশি এনকাউন্টার হয়েছে তাঁর রাজ্যে। যাতে মারা গিয়েছে ৬৩ জন অপরাধী। যোগি সরকারের তরফে এমনই তথ্য সামনে এসেছে। তবে সেই সঙ্গে জানিয়ে দেওয়া হয়, একজন পুলিস আধিকারিকও শহিদ হন এনকাউন্টারের সময়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর