বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের (Uttar Pradesh) যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) সরকার সার্বজনীন স্থানে ধার্মিক এবং সাংস্কৃতিক আয়োজন এবং অনুষ্ঠান করায় নিষেধাজ্ঞা জারি করেছেন। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, আইন অমান্য করলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। উনি করোনার প্রটোকলের সম্পূর্ণ ভাবে পালন করার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় নজর রাখা আর গুজব ছড়ানো মানুষের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়ার নির্দেশ দিয়েছেন।
মুখ্যমন্ত্রী যোগী মঙ্গলবার বিকেলে নিজের আবাসে বরিষ্ঠ পুলিশ আধিকারিক এবং প্রশাসনিক আধিকারিকদের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করার সময় এই নির্দেশ দিয়েছেন। উনি মহমর, গণেশ উৎসব, অনন্ত চতুর্দশীর কথা মাথায় রেখে পুলিশ এবং প্রশাসনকে সম্পূর্ণ সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় সুরক্ষা উপায় সুনিশ্চিত করার আদেশ দিয়েছেন। উনি বলেছেন, অপরাধ আর অপরাধীদের প্রতি রাজ্য সরকার জিরো টলারেন্স নীতি আপন করবে।
উনি বলেন, অরাজকতা আর অব্যবস্থা ছড়ানো মানুষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। জেলার টপ টেন থানার টপ টেন মোস্ট ওয়ান্টেড তালিকায় থাকা অপরাধীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। লাগাতার পুলিশ পেট্রোলিং হবে। সমাজ বিরোধী এবং রাষ্ট্র বিরোধীদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেওয়া হবে। অপরাধীদের সাথে যুক্ত থাকা কর্মীদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। অপরাধ করলে বন্দুকের লাইসেন্স ধারকদের লাইসেন্স আর বন্দুক বাজেয়াপ্ত করা হবে।
মুখ্যমন্ত্রী যোগী আদত্যনাথ, গোরু পাচারকারী, অবৈধ মদ ব্যবসায়ী, সমাজের পিছিয়ে পড়া মানুষ, তফসিলি জাতি এবং তফসিলি উপজাতি মহিলা এবং বালিকাদের প্রতি হওয়া অপরাধে তৎকাল অ্যাকশন নেওয়ার নির্দেশ দেন। উনি বলেন, সুরক্ষা ব্যবস্থা কড়া করে সমাজ বিরোধীদের উপর নজর রাখা হোক। মুখ্য সচিব আরকে তিওয়ারি, আপার মুখ্য সচিব অবনিশ কুমার অবস্থি এবং পুলিশ কমিশনার হিতেশ চন্দ্র অবস্থিকে রাজ্যে অপরাধে লাগাম লাগানোর দায়িত্ব দেওয়া হয়।