আগে মাফিয়াদের পিছনে সরকার থাকত, এখন থাকে বুলডোজারঃ যোগী আদিত্যনাথ

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার মাফিয়া ও রাজ্যের বিরোধী দলগুলিকে একযোগে আক্রমণ করেছে। যোগী আদিত্যনাথ মাফিয়াদের অবৈধ কামাই রোখার দাবি করে বলেছেন, মাফিয়ারা এখন উত্তর প্রদেশ ছেড়ে পালাতে বাধ্য।

যোগী আদিত্যনাথ বলেন, ‘আগে মাফিয়া সরকার চালাত আর সরকার মাফিয়াদের শিষ্য হয়ে তাঁদের পিছনে পিছনে ঘুরত। কিন্তু এখন মাফিয়াদের অবৈধ ইনকামে বুলডোজার চলে, আর মাফিয়ারা উত্তর প্রদেশ ছেড়ে পালাতে বাধ্য। মাফিয়াদের বিরুদ্ধে আমাদের প্রয়াস জারি থাকবে।”

পাশাপাশি যোগী আদিত্যনাথ পূর্ববর্তী সরকারকে আক্রমণ করে বলেন, ২০১৭ সালের আগে রাজ্যের গরিবদের জন্য বরাদ্দ রেশন কেন পাওয়া যেত না? কারণ, তখন রাজ্যে শাসন করা নেতা আর মাফিয়ারা গরিবের রেশন হজম করে নিত।”

যোগী আদিত্যনাথ রাজ্যের জনতাকে আশ্বাস দিয়ে বোনে, গরিবদের রেশন আর কেউ চুরি বা হজম করতে পারবে না। কেউ জালিয়াতি করতে চাইছে জেলে পাঠানো হবে।

X