বিহারের জনসভা থেকে পাকিস্তানকে তুলোধনা করলেন যোগী আদিত্যনাথ, দিলেন কড়া ভাষণ

Bangla Hunt Desk: বিহার নির্বাচনকে কেন্দ্র করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi adityanath) সম্প্রতি এক সভা করেন। সেখানে তিনি বিপক্ষ দলকে কোণঠাসা করার পাশাপাশি পাকিস্তানকেও নিলেন একহাত। দেশবাসীর সুরক্ষার বিষয়েও বললেন। পাশাপাশি নাম না করেই পাকিস্তান প্রসঙ্গে কংগ্রেসের প্রাআক্তন সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করতেও ছাড়লেন না।

যোগী সরকারের বক্তব্য
যোগী সরকার বলেছেন, ‘আমরা দেশবাসির কাছে প্রতিজ্ঞা করেছিলাম, কাশ্মীরের অভ্যন্তরের পাকিস্তানী সন্ত্রাসীদের শেষ করব। তা আমরা করে দেখিয়েছি। অযোধ্যায় রাম মন্দির নির্মানের অঙ্গীকার করেও, তা পূরণ করেছি। আমাদের সরকার যা যা কথা দিয়েছিল, তা সবই পূরণ করছে’।

38030919 303

পাকিস্তান প্রসঙ্গে রাহুল গান্ধীকে কটাক্ষ
নাম না করেই কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীকে কটাক্ষ করে বলেছেন, ‘আমি শুনেছি একজন কংগ্রেস নেতা পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতকে কোণঠাসা করেছেন। তাই আমি জানতে চাইছি, পাকিস্তান কি আমাদের শুভাকাঙ্খী! যে কংগ্রেস নেতা তাদের পক্ষ নিয়ে কথা বললেন’।

করলেন প্রধানমন্ত্রী মোদীর কাজের প্রশংসাও
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শাসন কাল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী বলেছিলেন, প্রথম কাজ হবে দেশের দরিদ্র এবং মহিলাদের সমাজের উন্নত করা। তাঁর দ্বিতীয় কাজ ছিল দেশ থেকে আতঙ্কবাদকে নির্মূল করা এবং ভগবান রামের জন্য একটি মন্দির নির্মান করা। প্রধানমন্ত্রী মোদী কিন্তু তাঁর সব কথাই রেখেছেন। ভারত থেকে আতঙ্কবাদ নির্মূল করতে সীমান্তে আমাদের দেশের জওয়ানরা লড়াই চালিয়ে যাচ্ছে এবং প্রধানমন্ত্রী মোদী অযোধ্যায় রাম মন্দির নির্মানের শুভ সূচনাও করে দিয়েছেন।

ad

Smita Hari

সম্পর্কিত খবর