যোগী আদিত্যনাথ আমার রাজনৈতিক গুরু, কংগ্রেস MLA এর মন্তব্য নিয়ে শুরু জোর বিতর্ক

Bangla Hunt Desk: কংগ্রেসের রায় বরেলির বিধায়ক অদিতি সিংহ (Aditi Singh) বেশ কয়েকবার তাঁর দল বিরোধী কার্যকলাপের জন্য সংবাদের শিরোনামে উঠে এসেছেন। এতদিন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) প্রশংসা করলেও, এবারে তিনি তাঁকে নিজের গুরু এবং সর্বোপরি রাজনৈতিক পরামর্শদাতা বলে সর্ব সমক্ষে জাহির করলেন।

দোকানদারদের পক্ষে অদিতি সিংহ
সম্প্রতি কমলা নেহেরু ট্রাস্টের জমি থেকে দোকানদারদের উচ্ছেদের বিষয়ে তিনি সরব হয়েছেন। সোমবার তিনি সিভিল লাইন চৌরাস্তায় পৌঁছেছিলেন। হাইকোর্টের নির্দেশে পুলিশ জমি খালি করতে গেলে, তিনি তাঁর বিরোধিতা করেন। পুলিশের কর্মকাণ্ডের বিরুদ্ধে গিয়ে দোকানদারের পক্ষে তিনি প্রতিবাদ করেন।

aditi 2

যোগী আদিত্যনাথ আমার রাজনৈতিক গুরু
অদিতি সিংহ বলেন, ‘আমি খোলা খুলি বলছি, দরিদ্রদের জন্য এই দোকানগুলির ব্যবস্থা করেছেন আমার রাজনৈতিক গুরু তথা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহারাজ যোগী আদিত্যনাথ। তাই আম তাঁকে সমর্থন করে এই দোকান উচ্ছেদ করতে দেব না। আমরা এই লড়াই চালিয়ে যাব’।

yogi adityanath 12

পাশাপাশি তিনি যোগী সরকারের নামে জিন্দাবাদের স্লোগান দিয়ে বলেন, ‘যোগী সরকারের আমলে দরিদ্রদের উপর অত্যাচার হবে না। সমাজ বা ভূমি মাফিয়ারা যতই চেষ্টা করুন না কেন, জমি উচ্ছেদ হবে না। যোগী আদিত্যনাথ সর্বদা দরিদ্রদের পাশে আছেন। এই পুরো বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে এলে, তিনি তৎক্ষণাৎ ব্যবস্থা গ্রহণ করবেন। অন্যায়ের পক্ষে কখনই সমর্থন করবেন না’।


Smita Hari

সম্পর্কিত খবর