করোনায় আক্রান্ত হলেন যোগী আদিত্যনাথ, বাড়ছে উদ্বেগ

বাংলাহান্ট ডেস্কঃ দেশজুড়ে মারণ ভাইরাস করোনা ক্রমশ ভয়াল পরিস্থিতির সৃষ্টি করছে। একেরপর এক রেকর্ড ভেঙে করোনা ক্রমশ ঊর্ধ্বমুখী (Corona Outbreak)। আর মারণ ভাইরাস করোনার গ্রাসে আসেন তাবড় তাবড় নেতা-অভিনেতারা। এবার সেই তালিকায় যুক্ত হল যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নাম।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার জানালেন তিনি কোভিড পজিটিভ হয়েছেন (Yogi Adityanath Covid Positive) এবং নিজেকে আইসোলেশনে রেখেছেন। মুখ্যমন্ত্রী সকলের কাছে আর্জি জানিয়েছেন যাঁরা সম্প্রতি তাঁর সংস্পর্শে এসেছেন তাঁরা যেন নিজেকে কোয়ারেন্টাইনে রাখেন।

Officials of Chief Minister's office test corona positive, Yogi isolates himself - CMO के कुछ अधिकारी हुए कोरोना संक्रमित, मुख्यमंत्री योगी ने खुद को किया आइसोलेट - India TV Hindi News

উল্লেখ্য, ভোটমুখী বাংলায় প্রাশয় উড়ে আসছেন বিজেপির তারকা ক্যাম্পেনাররা। সেই তালিকায় রয়েছেন যোগী আদিত্যনাথও। সম্প্রতি তিনিও একাধিক সভা করে গিয়েছেন এরাজ্যে থেকে।

একইদিনে করোনায় আক্রান্ত হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব। বুধবার সমাজবাদী পার্টি (SP বা সপা)-র নেতার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানিয়েছেন নিজেই। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলবে বলেও জানান তিনি।


সম্পর্কিত খবর