আসাদউদ্দিন ওয়াইসির গড়ে নির্বাচনী প্রচারে নামছেন যোগী আদিত্যনাথ, বিহারের পর টার্গেট হায়দ্রাবাদ

বাংলাহান্ট ডেস্কঃ গোটা ভারতকে বিজেপির গেরুয়া রঙে রাঙিয়ে দেওয়ার লক্ষ্যে এগোচ্ছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। বিভিন্ন রাজ্যে বিজেপির প্রচার রথের নেতৃত্ব দিয়ে এবার দক্ষিণ ভারতে AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির (Asaduddin Owaisi) গড়ে বিজেপির প্রচার করতে উদ্যত হয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

হায়দ্রাবাদে রোড শো করবেন যোগী আদিত্যনাথ
আগামী শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ হায়দ্রাবাদ সফরে পৌরসভা নির্বাচনে বিজেপি প্রার্থীদের সমর্থনে একটি রোড শো করবেন। এই রোড শোয়ের মাধ্যমে হায়দ্রাবাদের পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্বরা।

yogi adityanath pti191219 2

মাটি শক্ত করতে উদ্যত বিজেপি
উত্তর ভারতে বিজেপির প্রাধান্য থাকলেও, দক্ষিণের রাজ্যগুলো যেমন তেলেঙ্গানা, অন্ধ্র, তামিলনাড়ু, কেরলে বিজেপির প্রাধান্য খুবই কম। এবার সেই পিছিয়ে পড়া স্থানে নিজেদের কতৃত্ব ফলাতে তথা মাটি শক্ত করতে কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি শিবির।

হায়দ্রাবাদে প্রচারে অংশ নিচ্ছেন বিজেপির প্রধান সদস্যরা
বিহার নির্বাচনে জয়লাভের পর এবার টার্গেট হায়দ্রাবাদ। আগামী ১ লা ডিসেম্বর হায়দ্রাবাদে ১৫০ আসনে নির্বাচনের দিকে তাকিয়ে রয়েছে বিজেপি। পুরো শক্তি প্রয়োগ করে চলছে শেষ সময়ের নির্বাচনী প্রচার। হায়দ্রাবাদে নির্বাচনী প্রচারে অংশ নেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি এবং বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জেপি নাড্ডা প্রমুখরা।

তবে আগামী শনিবার হায়দ্রাবাদে পৌরসভা নির্বাচনে রোড শোয়ে অংশ নিচ্ছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়াইসির গড়ে বিজেপির ক্ষমতা প্রদর্শনে এবং বিজেপি প্রার্থীদের সমর্থনে করা হবে এই রোড শো।

Smita Hari

সম্পর্কিত খবর