বাংলা হান্ট ডেস্ক: মুম্বইয়ের অর্থনৈতিক উন্নতির কারণ হিসেবে অনেকেই বলিউডের ভূমিকাকে অতি গুরুত্ব দেন। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই উত্তরপ্রদেশের অর্থনৈতিক উন্নতির জন্য নানা প্রচেষ্টা করে চলেছেন যোগী আদিত্যনাথ [Yogi Adityanath]। আর সেই কারণেই সেই রাজ্যের নয়ডায় [Noida] দেশের সবচেয়ে বড় ফিল্মসিটি তৈরিতে উদ্যোগী হয়েছেন তিনি। তাঁর স্বপ্ন, মুম্বইয়ের বদলে আগামীদিনে বলিউডের ঠিকানা হোক নয়ডা। এই লক্ষ্যে ইতিমধ্যেই নয়ডায় জায়গা বাছাই হওয়ার পর সেখানে নির্মাণ কার্যও শুরু হয়ে গিয়েছে।
নয়ডার ফিল্মসিটি তৈরি করার কাজ যোগী আদিত্যনাথ ব্যক্তিগত ভাবে পর্যবেক্ষণ করছেন। মুম্বইয়ের ফিল্মসিটির থেকেও বৃহৎ ও উন্নত হবে এই নয়ডার ফিল্মসিটি, এমনই ইচ্ছা তাঁর। এই লক্ষ্যে তিনি দীর্ঘদিন ধরেই মুম্বইয়ের একাধিক ফিল্ম নির্মাতাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। সূত্রের খবর, আজ এই প্রসঙ্গেই এক গুরুত্বপূর্ণ বৈঠক করতে চলেছেন যোগী আদিত্যনাথ। কীভাবে এই ফিল্মসিটি নির্মাণের কাজ চলবে, সেখানে কী কী সুযোগ সুবিধা থাকা প্রয়োজন, কবে থেকে সেখানে বলিউডের নানা ফিল্মের শুটিং শুরু করা সম্ভব, সেই নিয়ে তিনি বলিউডের শীর্ষ কয়েকজন ফিল্ম প্রোডিউসার ও ডিরেক্টরদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বৈঠকে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির কয়েকজন বিশিষ্ট অভিনেতারও যোগ দেওয়ার কথা।
তবে স্বাভাবিক ভাবেই যোগী আদিত্যনাথের এই নতুন ফিল্মসিটি বানানোর উদ্যোগকে খোলা মনে মেনে নিতে পারছেন না অনেকেই। বিশেষ করে, বলিউডের প্রভাবশালী কিছু ব্যক্তি ও গোষ্ঠী এই কাজে যোগী আদিত্যনাথের প্রতি বেশ বিরক্ত বলেই জানা গিয়েছে।