বাংলা হান্ট ডেস্ক : গ্যাংস্টার থেকে রাজনীতির দুনিয়ায় পা দেওয়া আতিক আহমেদের (Atiq Ahammed) বিরুদ্ধে একধিক মামলা ছিল উত্তর প্রদেশের (Uttar Pradesh) বিভিন্ন থানায়। মেডিক্যাল পরীক্ষা করাতে আসার সময় আতিক খুন হন আততায়ীদের গুলিতে। এর আগেই আতিকের একাধিক সম্পত্তি ও জমি বাজেয়াপ্ত করেছিল উত্তর প্রদেশ সরকার।
প্রয়াগরাজে থাকা আতিকের জমি বাজেয়াপ্ত করে সেখানে বহুতল গড়া হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে ফ্ল্যাট তৈরি হয়েছে। সেই ফ্ল্যাটই এবার লটারির মাধ্যমে বণ্টন করা হল আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ব্যক্তিদের মধ্যে। গত শুক্রবার সেই সব ফ্ল্যাটের চাবি গ্রহীতাদের হাতে তুলে দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ (Yogi Adityanath)।
এদিন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব মৌর্যর সঙ্গে যোগি ওই ফ্ল্যাটগুলি খতিয়ে দেখেন। তাঁকে কথা বলতে দেখা যায় শিশুদের সঙ্গেও। মুখ্যমন্ত্রী পরে ফ্ল্যাটের চাবি তুলে দেন মালিকদের হাতে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন ৪১ বর্গমিটার। রয়েছে দু’টি রুম, রান্নাঘর, শৌচাগার।
এদিন যোগি আদিত্যনাথ বলেন, ‘এটাই সেই রাজ্য যেখানে ২০১৭ সালের আগে মাফিয়ারা গরিব কিংবা ব্যবসায়ী এমনকী সরকারি জমিও হাতিয়ে নিত। সেই সময় গরিব মানুষরা কেবল অসহায়ের মতো তাকিয়ে দেখত। আজ সেখানেই আমরা দরিদ্র মানুষদের জন্য ফ্ল্যাট বানানো হয়েছে। এটা বিরাট সাফল্য।’
তিনি বলেন, আগের সরকার মাফিয়াদের সঙ্গে ছিল। আর সেই কারনে উত্তরপ্রদেশের বিকাশ সম্ভব হয়ে ওঠেনি। একেবারে বেআইনি ভাবে গরীবদের দিনের পর দিন ঝুপড়িতে থাকতে হয়েছে। কিন্তু উত্তরপ্রদেশের ডবল ইঞ্জিন সরকার গরীবদের সঙ্গে রয়েছে বলে মন্তব্য যোগি আদিত্যনাথের।
শুধু তাই নয়, গরীবদের কথা ভেবে বাড়ি তৈরির কাজ করছে সরকার। বলে রাখা প্রয়োজন, মাফিয়া আহমেদের দখলে থাকা জমিটিতে ৭৬ টি ফ্ল্যাট তৈরি করেছে যোগী সরকার। উল্লেখ্য, ২০২০ সালে উত্তরপ্রদেশের কুখ্যাত মাফিয়া আতিক আহমেদের জমিটি খালি করার সিদ্ধান্ত নেন।