বাংলাহান্ট ডেস্ক : শেষ লোকসভা ভোট (Loksabha Election) অনুষ্ঠিত হয় ২০১৯ সালে, এরপরে আবার ২০২৪-এ লোকসভা ভোট। দেশ জুড়ে বিভিন্ন ভাবে বিভিন্ন রাজ্য তথা অঞ্চলে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। বিজেপি-ও তাঁদের প্রচারে পিছিয়ে নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (Narendra Modi) প্রস্তুত, এবারের লোকসভা ভোট মোকাবিলা করার জন্য। নয় নয় করে তাঁর বয়স এখন ৭২। এই লোকসভা ভোট তো তাও ঠিক আছে, এনডিএ-এর মতে মোদীই তাঁদের প্রধানমন্ত্রী (Prime Minister)।
কিন্তু যখন আগামী লোকসভা ভোট হবে, অর্থাৎ ২০২৯ সালে যখন নরেন্দ্র মোদী হয়তো তাঁর পদ থেকে সরে দাঁড়াবেন, তখন কী হবে? কে হবে প্রধানমন্ত্রীর যোগ্য উত্তরসূরি? কেই বা হবেন দেশের আগামী প্রধানমন্ত্রী? এই রকম নানা জল্পনা কল্পনায় উঠে এসেছে একাধিক নেতা মন্ত্রীর নাম। তবে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কী বলছেন এ ক্ষেত্রে? তিনিও কী আছেন এই তালিকায়?
তাঁকে যখন এই ব্যাপারে জানতে চাওয়া হয়, তিনি সরাসরি বলেন যে, তিনি কোনোভাবেই তাঁর নাম এই তালিকায় রাখতে চান না। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েই খুশি। তিনি আরও জানান যে, তাঁর প্রধানমন্ত্রীর পদ নিয়ে কোনো লোভ নেই। তিনি যেখানে আছেন যে পদে আছেন তিনি তাতেই খুশি। তিনি নরেন্দ্র মোদীর নেতৃত্বেই খুশি। কারণ তাঁর নেতৃত্বেই বিজেপি শক্তিশালী হয়েছে। তিনি দাবী করেছেন যে, নরেন্দ্র মোদীর নেতৃত্বের মাধ্যমে শুধু রাজ্য নয় দেশ জুড়ে সকল মানুষ সব রকম উপকার পেয়েছেন।
গত নয় বছরে বিজেপি সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এসেছে, তাঁদের সাহায্য করে এসেছে। আর তাই দেশের মানুষের উচিৎ মোদীর কাছে কৃতজ্ঞ থাকার। আর তাই তিনি,২০২৪-এর লোকসভা ভোটের আগে যথেষ্ট বিশ্বাসের সাথে জানান যে, এই বারও তাঁরা অর্থাৎ বিজেপি বেশ বিপুল সংখ্যক ভোটের সাথেই জয়যুক্ত হবে। ২০১৯ সালের থেকে উত্তরপ্রদেশে এবার বেশী ভোট পাবে।