আশঙ্কাজনক অবস্থায় যোগী আদিত্যনাথের পিতা, ভর্তি দিল্লীর এইমসে

বাংলাহান্ট ডেস্কঃ করোনা ভাইরাসের মোকাবিলা করতে উত্তর প্রদেশের যোগী (Yogi Adityanath) সরকার কয়েক ধাপ এগিয়ে রয়েছে। প্রথম থেকেই কড়া হাতে করোনা ভাইরাসের প্রতিরোধকে আটকাতে তৎপর হয়েছিলেন তিনি। ভারতের অন্যান্য জায়গার তুলনায় উত্তরপ্রদেশে করোনা আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। তবে এই করোনা পরিস্থিতির মধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের পিতা অত্যন্ত সংকট জনক অবস্থায় হাসপাতালে ভর্তি হলেন।

file72ja3ws9h0giokf0ej4 1548655661

বার্ধ্যক্যজনিত কারণে যোগী আদিত্যনাথের পিতা অসুস্থ হওয়ায় তাঁকে গত ১৩ ই এপ্রিল দিল্লীর এইমসে ভর্তি করা হয়। সেখানে একটি বিশেষ ডাক্তারের দল তাঁর চিকিৎসার কাজে নিযুক্ত রয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি লিভার ও কিডনির সমস্যায় ভুগছিলেন। তবে বর্তমানে বিভিন্ন টেস্ট করা হচ্ছে।

দিল্লীর এইমস হাসপাতালের এবি ৮ ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি। চিকিৎসকদের একটি দল তাঁকে পর্যবেক্ষণ করছে। শারীরিক অবস্থার কারণে তাঁকে বর্তমানে হাসপাতালের ভেন্টিলেটারে রাখা হয়েছে। গেষ্টো বিভাগের চিকিৎসক ভিণীত আহুজার একটি দল তাঁর চিকিৎসার কাজে নিযুক্ত রয়েছে।

ZOGIIIIIIII

বার্ধ্যক্যজনিত কারণে লিভার ও কিডনির সমস্যা দেখা যায়। যার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে দেহের অনেকাংশের কার্যকারিতা হ্রাস পেয়েছে। এমনকি ডায়ালসিসও চলছে তাঁর। তবে চিকিৎসা ব্যবস্থায় খুব একটা সাড়া দিচ্ছেন না তিনি। তাঁর অবস্থা খুবই আশঙ্কা জনক। আবার, তথ্য পরিচালক শিশির সিং বলেছেন যে, তিনি লাইফ সাপোর্ট সিস্টেমের মধ্যে রয়েছেন। তবে চিকিৎসকরা তাঁদের সম্পূর্ণ ক্ষমতা প্রয়োগ করে তাঁর সেবায় নিযুক্ত আছেন। সবরকম চেষ্টা করা হচ্ছে তাঁর শারীরিক উন্নতির জন্য।

Smita Hari

সম্পর্কিত খবর