ধুমধাম করে নতুন রেকর্ড গড়ে দীপাবলি পালন হবে অযোধ্যায়, ঘোষণা যোগী আদিত্যনাথের

বাংলা হান্ট ডেস্কঃ বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath) মহারাষ্ট্রের চার যায়গায় নির্বাচনী সভা করেন। উনি মহারাষ্ট্রে বিজেপি সরকারের উন্নয়নের কাজের প্রশংসা করে বলেন, বিজেপির কাছে সবার আগে দেশ। উনি মহারাষ্ট্রে নির্বাচনী জনসভা থেকে ঘোষণা করেন যে, শ্রীরামের জন্মভূমিতে এবার সাড়ম্বরে পালিত হবে দীপাবলি উৎসব। নির্বাচনী জনসভা থেকে উনি রাম মন্দির নয়ে বলেন, সুপ্রিম কোর্টের উপর আমার সম্পূর্ণ ভরসা আছে, জয় আমাদেরই হবে।

rg 13

মহারাষ্ট্রের জনসভা থেকে উনি এও বলেন যে, ফাইটার প্লেন রাফাল দেশে আসছে। আর এই বিমান দেশে আসার কারণে কংগেস খুব চিন্তায় আছে। বিজেপি যেটা বলে, সেটাকে পূরণ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দিয়ে রাজ্যে শান্তি কায়েম করেছেন।

উনি কংগ্রেসের উপর হামলা করে বলে, কংগেস তিন তালাকে ভোট ব্যাঙ্ক দেখত, আর সেই জন্য বিগত ৭০ বছর ধরে এই কুপ্রথাকে খতম করার জন্য কোন আইন বানানো হয়নি। তিন তালাকের ফলে মুসলিম মহিলারা অত্যাচারিত হয়েছে। বিজেপি তাঁদের পাশে আছে।

উনি বলেন, তিন তালাকের এই কুপ্রথার উপর বিজেপি হামলা করেছে, আর আইন বানিয়েছে। এই কুপ্রথাকে খতম করার জন্য গোটা দেশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়েছে, কিন্তু কংগ্রেস এর বিরোধিতা করে এসেছে। এর ফলে কংগ্রেসের মানসিকতা গোটা দেশের সামনে চলে এসেছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর