লক ডাউন পরিস্থিতিতেও নানা অরাজকতা ছলে আসছে এর মধ্যেই উত্তরপ্রদেশের যোগী সরকারের এতদিন ছিলেন মন্ত্রী ওমপ্রকাশ রাজভর। কিন্তু এবার যোগী তাকে দল থেকে বহিস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ সরকারের নীতিমালার বিরোধিতা করতে দেখা গেছে মন্ত্রী ওমপ্রকাশ রাজভরকে। আর এতে বেজায় ক্ষুব্ধ যোগী সরকার। তবে
ওমপ্রকাশ রাজভর তিনি থেমে থাকার পাত্র নয়।
এবার যোগী সরকারের বিরুদ্ধে তিনিও মোর্চা দল গড়েছেন। তাতে সামিল আছে বাবুরাম কুশওয়াহার জন অধিকার পার্টি, রাষ্ট্র উদয় পার্টি, রাষ্ট্রীয় উদ্ধব সমাজ পার্টি এবং জনতা ক্রান্তি পার্টি। এবার সবাই একত্রিত হয়েছে যোগী সরকারের বিরোধিতা করার জন্য। রাজভর ইউপি সরকারের একজন মন্ত্রিপরিষদ মন্ত্রী ছিলেন। কিন্তু সেখান থেকেই এই সমস্যা শুরু হয়। কারণ তিনি প্রায়শই এমন বক্তৃতা দিতেন যা সরকারের পক্ষে সমস্যা তৈরি করতো। এখানেই শেষ নয় তাঁর দল লোকসভা নির্বাচনও আলাদাভাবে লড়েছিল। আর একাধিক সমস্যা থাকার কারণে এবার এই পথে হাঁটলেন যোগী।
রাজভর জানান যে, সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে মোর্চার প্রথম জনসভা ১৪ ডিসেম্বর বালিয়ায় সুরখপুরায় অনুষ্ঠিত হবে। এর মধ্যেই মার্কিন সংস্থা গুলি যোগী আদিত্যনাথের সাথে কাজ করতে চেয়েছেন।এর আগেও অনেক বার যোগীর সাথে অনেক সংস্থা কাজ করতে চেয়েছে। সেই ক্ষেত্রেও যোগী তাদের সব কথা শুনে তাদের সাথে কাজ করার সহমত দিয়ে ছিলেন।
উত্তর-প্রদেশ সরকার মার্কিন-ভারত রাষ্ট্রীয় অংশীদারি ফোরামের সাথে যুক্ত উদ্যোক্তাদের সাথে গত মঙ্গলবার ভিডিও কনফারেন্স এর মাধ্যমে কথাও বলেছেন । আর এখন যোগী নতুন করে কোনো সমস্যা চাইছেনা।