বড়ো সিদ্ধান্ত নেওয়ার কারণে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রায়শই খবরের শিরোনামে থাকেন। সম্প্রতি আরো একবার বড়ো পদক্ষেপ নিয়ে জনগণকে খুশি করেছে যোগী আদিত্যনাথের সরকার। লকডাউনের সময় দায়ের হওয়া আড়াই লক্ষ মামলা ফেরত নিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে। করোনা ভাইরাসের কারণে দেশজুড়ে লকডাউন ছিল। সেই পরিপ্রেক্ষিতে মাস্ক পরা থেকে শুরু করে নানা নিয়ম বিধি পালন করানোর জন্য প্রশাসনকে কড়া মুডে থাকতে দেখা গেছে।
নিয়ম ভাঙার দরুন উত্তরপ্রদেশ পুলিশ বহুজনের বিরুদ্ধে মামলা দায়েরও করেছিল। এখন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের নির্দেশের পর আড়াই লক্ষ মামলা তুলে নেওয়ার উপর কাজ চলছে। লকডাউন সংক্রান্ত মামলা তুলে নেওয়ার ক্ষেত্রে উত্তরপ্রদেশ প্রথম রাজ্যে পরিণত হয়েছে।
প্রাপ্ত খবর অনুযায়ী, প্রদেশজুড়ে সমস্ত থানায় লকডাউনের সময় ধারা 188 উলঙ্ঘন করাকে নিয়ে দায়ের হওয়া মামলা তুলে নেওয়ার উপর কাজ শুরু হয়েছে। সরকারের মতে, লকডাউনের সময় হওয়া মামলা অনাবশ্যকভাবে মানুষের দুর্গতি বাড়াবে। তাই প্রদেশ সরকার এই ধরনের মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
মামলাগুলি তুলে নেওয়ার পর বহু মানুষের সমস্যা কমবে এ নিয়ে কোনো সন্দেহ নেই। জানিয়ে দি, এর আগে ব্যাবসায়ীদের উপর থেকে দায়ের হওয়া মামলা তুলে নেওয়া হয়েছিল। সরকারের এমন সিদ্ধান্তের ফলে প্রায় আড়াই লক্ষ মানুষ স্বস্তি পাবেন।