যোগী সরকার ব্রাহ্মণ বিরোধীঃ বিস্ফোরক তুললেন আনলেন সঞ্জয় সিং, AAP সাংসদ

বাংলাহান্ট ডেস্কঃ সর্বসমক্ষে যোগী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন AAP সাংসদ সঞ্জয় সিং (sanjay singh)। যোগী সরকারকে ব্রাহ্মণ বিরোধী বলে আক্রমণ করলেন সঞ্জয় সিং। সেইসঙ্গে অভিযোগ করলেন যোগী সরকারের রাজত্বকালে ৫০০ জনেরও বেশি ব্রাহ্মণকে হত্যা করা হয়েছে।

সঞ্জয় সিং (sanjay singh) দাবি করেছেন, বিনা কারণে শুধুমাত্র ভুয়ো এনকাউন্টার করেই হত্যা করা হয়েছে ২০ জন ব্রাহ্মণকে। গত দিন পাপ্পু বাজপেয়িকে গুলি করে সেই প্রমাণও দিয়েছে পুলিশ। উত্তরপ্রদেশের ব্রাহ্মণরা তারপর যোগী সরকারের কাছে চিৎকার করে জানতে চেয়েছে ‘আমাদের কি দোষ’।

সঞ্জয় সিং আরও বলেন, সরকার কোন জাত বা বর্ণের হয়ে চলতে পারে না। মুখ্যমন্ত্রী কখনই এক জাতের হতে পারে না। মুখ্যমন্ত্রী জনগণের। বিজেপির ৫৮ জন ব্রাহ্মণ বিধায়কের নিরবতাই সব প্রশ্নের উত্তর দিয়ে দেয়। স্মার্ট মিটার যদি ৩০ শতাংশ দ্রুত গতিতে চলতে পারে, তাহলে সরকারের এখনই ২ বছরের বিল ফিরিয়ে দেওয়া উচিত।

sanjay singh 1200

এইভাবে সভায় দাঁড়িয়ে যোগী সরকারকে ব্রাহ্মণ বিরোধী বলে বিস্ফোরক অভিযোগ আনেন সঞ্জয় সিং। যোগী সরকার ব্রাহ্মণদের হত্যা করছে বলে অভিযোগ করেন তিনি। সেইসঙ্গে বলেন, যোগী সরকারের বিগত ৩ বছররে রাজত্বকালে প্রায় ৫০০ জনের বেশি ব্রাহ্মণকে হত্যা করা হয়েছে। যার মধ্যে ২০ জনকে ভুয়ো এনকাউন্টার করেই হত্যা করা হয়েছে।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর