বড় সিদ্ধান্ত যোগীর, করোনার চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে! ঘরে বসেই কাজ করতে পারবেন সরকারি অফিসাররা

বাংলা হান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) নেতৃত্বে মঙ্গলবার হওয়া ক্যাবিনেট বৈঠকে করোনা ভাইরাসের (Coronavirus) আশঙ্কার জন্য বড় সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারি কার্যালয়ে ভিড় কমানোর জন্য কর্মচারীদের ঘরে বসেই কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও রাজ্য সরকার করোনাভাইরাসের চিকিৎসা বিনামূল্যে করার ঘোষণা করেছে।

এর জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও উত্তর প্রদেশে সমস্ত পরীক্ষা, প্রতিযোগিতা স্থগিত করে দেওয়া হয়েছে। এর সাথে সাথে স্কুল কলেজ আর সিনেমা হল গুলোকে বন্ধ রাখার তারিখ আরও বাড়িয়ে দেওয়া হয়েছে।

এখন উত্তর প্রদেশে আগামী ২রা এপ্রিল পর্যন্ত সমস্ত স্কুল-কলেজ আর সিনেমা ঘর বন্ধ থাকবে। সমস্ত ধরনা প্রদর্শন গুলো নিয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৈঠকে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ করোনা নিয়ে কেন্দ্র সরকারের অ্যাডভাইসরি ১০০ শতাংশ পালন করার সাথে সাথে রাজ্যবাসীকে ভিড়ভাড় এলাকা থেকে দূরে থাকতে বলেছে। রাজ্যের সমস্ত পর্যটন স্থল আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর