সিঙ্গাপুর মডেল লাগু করতে চলেছে যোগী সরকার, গাড়ি থেকে থুথু ফেললেই জরিমানা ১০০০ টাকা

বাংলাহান্ট ডেস্কঃ এবার ‘সিঙ্গাপুর মডেল’ চালু করতে চলেছে যোগী সরকার (Yogi Government)। উত্তরপ্রদেশের (uttar pradesh) গ্রাম শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে, রাস্তায় নোংরা ফেলা এবং থুথু ফেলার জন্য জরিমানার ব্যবস্থা করতে চলেছে যোগী সরকার। প্রস্তুতি নিচ্ছে সরকার।

উত্তরপ্রদেশের বর্জ্য বিধিমালা-২০২১ শীঘ্রই মন্ত্রীসভায় পাস করার প্রস্তুতি চলছে। পাশাপাশি এবিষয়ে জনগণের রায় নেওয়া হবে বলেও জানা গিয়েছে। এখনও অবধি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, গাড়ি চালানোর সময় নোংরা ফেলা বা থুথু ফেললে এবার থেকে ১০০০ টাকা জরিমানা ধার্য করা হবে।

pune 2

গ্রাম শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে বিভিন্ন প্রকল্প চালু করা হয়েছে। বিভিন্ন জায়গায় বর্জ্য পদার্থ ফেলার জন্য আবর্জনা ফেলার বড় জারের ব্যবস্থাও করা হয়েছে। এমনকি বাড়িতেও সেসব করার কথাও বলা হয়েছে।

নোংরা পরিস্কার করার এই আইনে বলা হয়েছে, কোন অনুষ্ঠানে যদি প্রায় ১০০ মানুষ উপস্থিত থাকে, আর অনুষ্ঠান শেষে যদি বাড়ির মালিক সমস্ত নোংরা পরিস্কার না করান, তাহলে তাঁকে জরিমানা দিতে হবে। পরিস্থিতি অনুযায়ী এই জরিমানর পরিমাণ ধার্য করা হবে। আবার বলা হয়েছে, রাস্তায় যেসকল ফেরিওয়ালা ফেরি করে থাকেন, তাদের কাছে নোংরা ফেলার একটি করে কৌটো বা বাক্স রাখতে হবে। যাতে পরিবেশ দূষিত না হয়।

yogi 1549337281 1

রাস্তার পাশাপাশি নিজের এলাকাকেও পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আবাসন সমিতির ভেতরের নোংরা আবর্জনা, ময়লা ফেলার গাড়িতে দিতে হবে। সেইসঙ্গে নিজেরদের আবর্জনা নিজেদেরকেই পরিস্কার করে সঠিক স্থানে ফেলতে হবে। যা পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন থাকে।


Smita Hari

সম্পর্কিত খবর