শহীদ জওয়ান, করসেবক আর পুলিশকর্মীদের নামে রাজ্যের রাস্তার নামকরণের ঘোষণা যোগী সরকারের

বাংলা হান্ট ডেস্কঃ রাম জন্মভূমিতে বাবরি মসজিদ হটিয়ে রাম মন্দির গড়ার দাবিতে যেই আন্দোলন হয়েছিল। সেখানে অনেক করসেবক প্রাণ হারান। ২ নভেম্বর ১৯৯০ উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী মুলায়ম সিংহ যাদবের নেতৃত্বাধীন সমাজবাদী পার্টির সরকার রাজ্য পুলিশকে রাম মন্দির আন্দোলনকারীদের কড়া হাতে দমন করার অর্ডার দিয়েছিলেন। আর তাঁর জেরেই পুলিশ করসেবকদের উপর গুলি চালিয়েছিল। এবার উত্তর প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ঘোষণা করেছেন যে, পুলিশের চালানো গুলিতে মৃত করসেবকদের নামে উত্তর প্রদেশের রাস্তার নামকরণ হবে।

উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য মঙ্গলবার অযোধ্যা সফরে গিয়ে বলেন, ‘১৯৯০ সালে করসেবকরা অযোধ্যা এসেছিলেন আর রামলালার দর্শন করতে চাইছিলেন, কিন্তু তৎকালীন সমাজবাদী পার্টির সরকার রামভক্তদের উপর গুলি চালানো করিয়েছিল। সেই দিন অনেক করসেবকের মৃত্যু হয়েছিল।” কেশব প্রসাদ মৌর্য আরও বলেন, সরকার সেই শহীদ করসেবকদের সম্মান দিতে এবার তাঁদের নামে রাস্তার নামকরণ করার নির্ণয় নিয়েছে। যোগী সরকার এর আগেই কোঠারি বন্ধুদের নামে অযোধ্যায় রাস্তার নামকরণ করার ঘোষণা করেছিল।

1 89

রিপোর্ট অনুযায়ী, যোগী সরকার দ্বারা সেই করসেবকদের সম্মানে সড়কের নাম ‘বলিদান রামভক্ত মার্গ” রাখবে আর সেই রাস্তাগুলি মৃত করসেবকদের বাড়ি পর্যন্ত তৈরি হবে। রাস্তার শিলন্যাসের সময় করসবেকদের নাম আর তাঁদের ছবি থাকবে। এছাড়াও কেশব প্রসাদ মৌর্য বলেন, দেশের শত্রুদের সঙ্গে লড়াইয়ের সময় নিজের জীবনের বলিদান দেওয়া সেনা আর পুলিশকর্মীদের সম্মানে রাজ্যে ‘জয় হিন্দ বীর পথ”-এর নির্মাণ করা হবে।

উল্লেখ্য, ২ নভেম্বর ১৯৯০ সালে হাজার হাজার করসেবক অযোধ্যায় এসে জড় হয়েছিলেন। তাঁদের নেতৃত্ব বজরং দলের তৎকালীন নেতা বিনয় কাটিয়ার করেছিলেন। তাঁদের মধ্যে কোঠারি ভাইরাও ছিলেন। করসেবকরা এগোনর আগেই পুলিশ তাঁদের থামিয়ে দেয়। এরপর তাঁরা হনুমানগড়ির পাশে বসে কীর্তন করে প্রতিবাদ জানান।

এরপরই করসেবকদের উপর গুলি চালায় ইউপি পুলিশ। সেই ঘটনায় অনেক করসেবকই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের মতে, কোঠারি ভাইরা বাবরি মসজদির উপরে গেরুয়া ঝাণ্ডা লাগিয়েছিলেন। আর এরপরই তাঁদের সঙ্গে বর্বরের মতো আচরণ করা হয়। তাঁদের মাথায় গুলি করা হয়। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেই ঘটনায় ১৬ জনের মৃত্যু হয়েছিল। যদিও, বেসরকারি মতে সেই সংখ্যা অনেক বেশি ছিল।


Koushik Dutta

সম্পর্কিত খবর