বাংলা হান্ট ডেস্কঃ লকডাউনের কারণে অন্য রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের (Migrant Workers) ঘর ওয়াপসির নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (CM yogi Adityanath)। শুক্রবার টিম-১১ এর সাথে হওয়া বৈঠকে মুখ্যমন্ত্রী অন্য রাজ্যে আটকে পড়া শ্রমিকদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার যোজনা বানানোর নির্দেশ দেন।
উনি আধিকারিকদের নির্দেশ দেন যে, আলাদা আলাদা রাজ্যের মুখ্যমন্ত্রীদের সাথে কথা বলে এটার পুরো রোডম্যাপ তিন চারদিনের মধ্যে যেন ওনার সামনে পেশ করা হয়। আপনাদের জানিয়ে দিই, লকডাউনের মধ্যে পাঁচ লক্ষ শ্রমিক এখনো পর্যন্ত উত্তর প্রদেশে চলে এসেছে। একটি অনুমান অনুযায়ী, দেশের আলাদা আলাদা রাজ্যে এখনো ১০ লক্ষ মজদুর ফেঁসে আছে।
মুখ্যমন্ত্রী সমস্ত রাজ্যের থাকা নোডাল অফিসারদের কাছ থেকে সমস্ত মজদুরদের ঘর ওয়াপসির জন্য রোডম্যাপ চেয়েছেন। প্রথমে তাদের ফেরান হোক, যারা বিভিন্ন রাজ্যে ১৪ দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড শেষ করেছে। তাদের ফিরিয়ে এনে স্বাস্থ পরীক্ষণ করিয়ে আবারও যেন কোয়ারেন্টাইনে পাঠানো হয় বলে জানিয়েছেন তিনি।
এরপর সেসব মজদুরদের আনা হোক, যাঁদের কাজ বাজ বন্ধ হওয়ার কারণে নিজেদের জায়গায় ফেঁসে গেছেন। উত্তর প্রদেশে ফেরার পরেও সেই সমস্ত মজদুরদের মেডিকেল পরীক্ষা করিয়ে কোয়ারেন্টাইনে পাঠানোর নির্দেশিকা জারি করেছেন মুখ্যমন্ত্রী। এমনকি তাদের ফিরিয়ে আনার পর কাজ দেওয়ারও নির্দেশিকা জারি করেছেন তিনি।
উত্তর প্রদেশ সরকারের মন্ত্রী আর মুখমাত্র সিধার্থনাথ সিং বলেন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজের মানুষদের নিয়ে চিন্তিত। আর এই কারণে উনি রাজস্থানের কোটা থেকে ছাত্রদের রাজ্যে ফিরিয়ে এনেছেন আর পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছেন। সমস্ত মজদুরদের ঘর ওয়াপসি প্রোটোকলের মাধ্যমে হবে।
শুধু তাই নয়, উনি নির্দেশ দিয়েছেন যে, তাদের বাড়ি ফিরিয়ে আনার পর যেন কাজও দেওয়া হয়। আর এর জন্য মুখ্যমন্ত্রী আধিকারিকদের ১৫ লক্ষ মানুষের কাজের ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার