রাজ্যবাসীকে যোগীর উপহার, খাদ্যশস্য ছাড়াও রেশন দোকন থেকে মিলবে অনেক কিছুই ফ্রি

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক দিনের মধ্যেই উত্তরপ্রদেশে রয়েছে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই সেই বিধানসভা নির্বাচনের আগে একাধিক ঘোষণা করেছে রাজ্যের বিজেপি সরকার। এবার ফের একবার জনতার জন্য একটি বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মুখ্যমন্ত্রী তরফ থেকে জানানো হয়েছে আগামী বছরের মার্চ মাস অবধি বিনামূল্যে রেশন পাবেন উত্তরপ্রদেশের অন্ত্যোদয় এবং যোগ্য পরিবারের কার্ডধারীরা।

শুধু তাই নয় একইসঙ্গে রাজ্য সরকার জানিয়েছে, এবার খাদ্যশস্যের সঙ্গে ডাল এবং ভোজ্যতেলও বিনামূল্যে সরবরাহ করা হবে। খাদ্য বিতরণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, অন্ত্যোদয় এবং যোগ্য পরিবারের কার্ডধারীদের ডিসেম্বর থেকে মার্চ 2022 পর্যন্ত বিনামূল্যে খাদ্যশস্য এবং আয়োডিনযুক্ত লবণ, ডাল / গোটা ছোলা এবং ভোজ্য তেল বিনামূল্যে সরবরাহ করবে। একইসঙ্গে দেওয়া হবে এক কেজি লবণও। ইতিমধ্যেই উত্তরপ্রদেশের শাহজাহানপুরে শুরু হয়ে গিয়েছে রেশন বিতরনের কাজ।

আগামী দিনে রাজ্যের অন্যান্য প্রান্তেও এই রেশান বিতরণ চালু হবে বলে জানিয়েছে যোগী সরকার। সরকারের এই নতুন নিয়মের ফলে এখন প্রত্যেক রেশন কার্ড ধারক পরিবার মাথাপিছু 3 কেজি গম, 2 কেজি চাল, 1 কেজি ডাল, 1 লিটার তেল এবং এক প্যাকেট লবণও দেবে। জানিয়ে রাখি ভোজ্য তেলের ক্ষেত্রে এক লিটার সরিষার তেল অথবা রিফাইন্ড তেল দেওয়া হবে।

IMG 20211112 101122

মন্ত্রীসভা এই সিদ্ধান্ত নেওয়ার পরেই খাদ্য এবং লজিস্টিক বিভাগকে জানিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন “প্রধানমন্ত্রী অন্ন যোজনা”-র কাজ আরও এগিয়ে নিয়ে যেতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। আগামী দিনে উত্তরপ্রদেশের ভোটে সরকারের এই সিদ্ধান্ত কতখানি প্রভাব ফেলে সেদিকেই এখন তাকিয়ে থাকবে সকলে। একথাও শোনা যাচ্ছে যে নির্বাচন পর্যন্ত পরপর আরও অনেকগুলি ঘোষণা করতে পারে যোগী সরকার।

 

Abhirup Das

সম্পর্কিত খবর