উত্তরপ্রদেশ (uttar pradesh) সহ ভারতের বিভিন্ন অঞ্চলের অনেকেই নিজেদের জাতি ও বর্ণের (caste) প্রতি গর্বিত মানুষ তা লেখা স্টিকার লাগান গাড়িতে৷ তবে এখন উত্তর প্রদেশে, যানবাহনে রাজপুত, ব্রাহ্মণ, যাদব, জাট, ক্ষত্রিয় প্রভৃতি বর্ণ সম্মন্ধিত শব্দ বা শব্দ বন্ধ লেখা থাকলে কঠিন শাস্তির মুখে পড়তে হতে পারে।
রাজ্যের অতিরিক্ত পরিবহণ কমিশনার আদেশ দিয়েছেন যে যে যানবাহনগুলিতে এই জাতীয় শব্দ পাওয়া গেছে সেই বাইক ও গাড়িগুলিকে বাজেয়াপ্ত করা হবে।
প্রকৃতপক্ষে, মহারাষ্ট্রের একজন শিক্ষক হর্ষাল প্রভু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখেছিলেন, যাতে তিনি বলেছিলেন যে উত্তরপ্রদেশে বহুল ব্যবহৃত বর্ণবাদী যানগুলি সামাজিক কাঠামোর জন্য হুমকি এবং এটি বন্ধ করা উচিত। প্রধানমন্ত্রীর কার্যালয় এই অভিযোগ উত্তর প্রদেশ সরকারকে পাঠিয়েছে। বিষয়টি নজরে নেওয়ার পরে অতিরিক্ত পরিবহন কমিশনার এই আদেশ জারি করেছেন।
এক্ষেত্রে যানবাহনে কোনও বর্ণের সূচক থাকলে চালান বা গাড়িটি ১৭৭ ধারা অনুযায়ী বাজেয়াপ্ত করার ব্যবস্থা নেওয়া হবে। জানিয়ে রাখি, উত্তরপ্রদেশের রাজধানী লখনৌতে দুই চাকা এবং চার চাকার মোট ২৫ লক্ষ যানবাহন রয়েছে। আপনি যদি নিজের গাড়িতেও এই জাতীয় শব্দ লিখে থাকেন তবে তা সরিয়ে দিন, না হলে উত্তরপ্রদেশে ভ্রমণ করার সময় প্রশাসনের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।