সাহায্য করেননি অখিলেশ, মেয়ের আর্তিতে বাবার চিকিৎসায় এগিয়ে এলেন যোগী

বাংলা হান্ট ডেস্ক: দুর্ঘটনার জেরে গুরুতর আহত বাবা। চিকিৎসার জন্য কয়েকটি হাসপাতালে ঘুরেও মেলেনি বেড। শেষমেশ বাবাকে বাঁচাতে সোশ্যাল মিডিয়ায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের কাছে আর্তি জানান অসহায় কন্যা। কিন্তু সাহায্যে এগিয়ে আসেননি অখিলেশ। কিন্তু সেই পোস্ট দেখে এগিয়ে এলেন খোদ যোগী আদিত্যনাথ। তড়িঘড়ি আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করলেন তিনি।

মঙ্গলবার রাতে সোশ্যাল মিডিয়ায় এই আর্জি তুলে ধরেন মেইনপুরি বিধানসভা কেন্দ্রের সাইফাইয়ের বাসিন্দা প্রতীক্ষা যাদব প্রীত। ট্যুইটারে তিনি অখিলেশ জাদবকে উদ্দেশ্য করে লেখেন, ‘আমার বাবা দুর্ঘটনায় আহত হয়েছেন। কিন্তু সাইফাইয়ে কোনও রকম চিকিৎসার সুব্যবস্থা নেই। আমার বাবার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমরা আগ্রার উদ্দেশ্যে রওনা হয়েছি। আশা করি আপনি আমাদের সহায়তা করবেন।’ উল্লেখ্য, ওই অঞ্চলেই জন্ম অখিলেশ ও তাঁর বাবা মুলায়ম সিং যাদবের।

এই ট্যুইটটি নজরে আসার সঙ্গে সঙ্গেই এগিয়ে আসে যোগী সরকার। মুখ্যমন্ত্রীর মিডিয়া অ্যাডভাইসার সালাভ মণি ত্রিপাঠি সঙ্গে সঙ্গে প্রতীক্ষার সঙ্গে যোগাযোগ করেন। ওই আহত ব্যক্তিকে আগ্রার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। আহতের পরিবারকে সব রকমের সাহায্যের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার।

https://banglahunt.com/wp-content/litespeed/localres/aHR0cHM6Ly9wbGF0Zm9ybS50d2l0dGVyLmNvbS93aWRnZXRzLmpz

 

সম্পর্কিত খবর