বাংলা হান্ট ডেস্ক : অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Mandir) নির্মাণ প্রায় শেষের দিকে। এরই মধ্যে প্রকাশ্যে এল আর এক তথ্য। রাম মন্দিরের পর এবার তৈরি যোগি মন্দির (Yogi Mandir)। জানা যাচ্ছে, আগামী ২৪ ফেব্রুয়ারি এই মন্দিরের জন্য ভূমি পূজা অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই পুজোর আচার অনুষ্ঠান করবেন রাম জন্মভূমির প্রধান পুরোহিত আচার্য সত্যেন্দ্র দাস এবং হনুমানগড়ীর মহন্ত রাজু দাস। দুজনকেই আমন্ত্রণ পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে।
রাম জন্মভূমি মন্দিরের পাশে তৈরি হচ্ছে যোগি মন্দির। জানা যাচ্ছে, এই মন্দিরটির উচ্চতা হবে ১০১ ফুট। যা তৈরি করতে মোট খরচ হবে প্রায় ৪ কোটি টাকা। এই মন্দিরটি নির্মাণ করছেন প্রভাকর মৌর্য নামে এক ব্যক্তি। প্রসঙ্গত, এর আগেও সরকারি জমিতে প্রভাকর যোগি মন্দির তৈরি করেন। যা নিয়ে এক সময় বিতর্কের ঝড় ওঠে।
রামায়ণের অনুসারে অযোধ্যা জেলার ভরতকুণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথিত আছে, রাম যখন ১৪ বছরের বনবাসে যাচ্ছিলেন, সেই সময় এই স্থানেই তাঁর ভাই ভরত তাঁকে বিদায় জানাতে এসেছিলেন। এই তাৎপর্যপূর্ণ স্থানের কাছাকাছি এলাকাতেই প্রথম তৈরি করা হয় একটি যোগির মন্দির। মন্দিরটি তৈরি করেছেন স্থানীয় বাসিন্দা প্রভাকর মৌর্য। ২০১৫ সালেই তিনি ঠিক করেছিলেন, অযোধ্যায় যিনি রাম মন্দির স্থাপন করবেন, তাঁর পুজো করবেন। রাম মন্দিরের নির্মাণকাজ শুরু হওয়ার পরই যোগির মন্দির তৈরি করে ফেলেন তিনি।
প্রভাকর মৌর্য জানান, ভগবান রামের সামনে যেমন সকলে মন্ত্র পড়েন, সেই রকমভাবেই তিনি রোজ যোগী আদিত্যনাথে সামনে বসে মন্ত্রোচ্চারণ করেন। সূত্রের খবর, মন্দিরটি নির্মাণে ৮.৫ লক্ষ টাকা খরচ করা হয়েছে। যোগি আদিত্যনাথের মূর্তিটি তৈরি করা হয়েছে রাজস্থানে। সেখান থেকে মূর্তিটি অযোধ্যায় আনা হয়।
জানা যাচ্ছে, ভূমি পূজার অনুষ্ঠানের দিন আমন্ত্রিত রয়েছেন যোগি আদিত্যনাথ। এরই সঙ্গে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। তবে সাধু-সন্ত বা অন্য কোনও বিজেপি নেতা এই অনুষ্ঠানে হাজির হবেন কিনা তা এখনও জানা যায়নি।