বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে তৃতীয় দফার নির্বাচনী প্রচার তুঙ্গে। তৃণমূল-বিজেপি আর সংযুক্ত মোর্চার নেতা-নেত্রীরা রাজ্য জুড়ে প্রচার করছেন। আর সেই ক্রমেই আজ রাজ্যে এসে উপস্থিত হয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজ তিনি হাওড়ার উলুবেড়িয়াতে একটি রোড শো করছেন। এছাড়াও ফলতা আর কুলতলীতে একটি করে সভা করার কথা আছে ওনার।
উলুবেড়িয়ায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী @myogiadityanath জীর রোড শো জনসমুদ্রে পরিণত।
বিজেপি আসছে, পিসি যাচ্ছে #EbarHobeAsolPoriborton pic.twitter.com/e5v4qEx1uv
— BJP West Bengal (@BJP4Bengal) April 3, 2021
উলুবেড়িয়ায় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা গিয়েছে। সকাল থেকেই সাজোসাজো রব ছিল একাকা জুড়ে। বিজেপির নেতা-কর্মী, সমর্থকরা ধীরে ধীরে এসে উপস্থিত হচ্ছিল যোগী আদিত্যনাথের রোড শোয়ের জন্য। সকাল সাড়ে দশটা নাগাদ যোগী আদিত্যনাথের রোড শো শুরু হয় উলুবেড়িয়ায়।
LIVE : Road Show by Shri @myogiadityanath Ji in Uluberia Purba, Howrah Gramin West Bengal. #EbarHobeAsolPoriborton https://t.co/LLel6u65XT
— BJP West Bengal (@BJP4Bengal) April 3, 2021
হিন্দুত্বের পোস্টার বয়কে কাছে পেয়ে বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা বৃদ্ধি পায়। উলুবেড়িয়ায় যোগীর রোড শোয়ে আজ নজরকাড়া ভিড়ও দেখা যায়। প্রখর রোদের থেকে নিজেকে রক্ষা করতে নিজের মাথা তোয়ালে দিয়ে ঢেকে রাখেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।