এই প্রথমবার কেউ রাস্তায় নামাজ পড়েনি! উত্তর প্রদেশ নিয়ে গর্ব ভরা ট্যুইট যোগী আদিত্যনাথের

বাংলাহান্ট ডেস্ক : এবার ইদ উৎসবে একটিও অপ্রীতিকর ঘটনার কথা সামনে আসেনি উত্তরপ্রদেশে। একই সঙ্গে শান্তিপূর্ণ ভাবে ইদ-উল-ফিতর, অক্ষয় তৃতীয়া এবং পরশুরাম জয়ন্তী পালন করেছে সে রাজ্যের মানুষ। এই প্রথমবারের জন্যই উত্তরপ্রদেশের রাস্তায় নামাজ পড়া হয়নি। আর এই কারণে মানুষজনের প্রশংসা করেছেন খোদ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

সে রাজ্যের সরকারি আধিকারিকরা জানিয়েছেন, ‘উত্তরপ্রদেশে ইদের দিন প্রায় ৫০ হাজার থেকে ১ লক্ষ মানুষ রাস্তায় এবং অন্যান্য জায়গায় নামাজ পড়েন। কিন্তু এবছর তিনটি উৎসব একসঙ্গে পড়ায় বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছিল। মেনে চলতে বলা হয়েছিল গঙ্গা যমুনা তেহজিব। এবার সেই সমস্ত কিছুই মেনে চলেছেন সাধারণ মানুষ।’

এদিন একটি ট্যুইট করে রাজ্যের মানুষের প্রশংসা করেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সেই ট্যুইটে তিনি লেখেন, ‘উত্তরপ্রদেশে বেশ কয়েকটি ধর্মীয় অনুষ্ঠান একই সঙ্গে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রাজ্যের মানুষ রাস্তায় এই অনুষ্ঠানগুলি অনুষ্ঠিত না করে ভালো উদ্যোগ নিয়েছেন।’ এবার যোগী আদিত্যনাথ মানুষকে প্রত্যেককে প্রত্যেকের বিশ্বাসকে সম্মান জানাতে এবং আইনের শাসন অনুসরণ করার আহ্বান দিয়েছিলেন। ট্যুইটে তিনি আরও লেখেন, ‘একটি সুন্দর ও সৌহার্দপূর্ণ সমাজের জন্য, বিশ্বাসের জন্য শ্রদ্ধার পাশাপাশি আইনের শাসক থাকা প্রয়োজন। এটি রাষ্ট্রের উন্নয়ন এবং নাগরিকদের স্বনির্ভর ভিত্তি হয়ে উঠবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘ইদ উল ফিতর উপলক্ষ্যে প্রায় ৩২ হাজার স্থানে শান্তিপূর্ণভাবে নামাজ পড়া হয়েছে। রাজ্যের কোথাও কোনও অপ্রীতিকর ঘটনাও ঘটেনি। লোকেরাও আনন্দের সঙ্গে সমস্ত উৎসব উদযাপন করেছে।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর