কেবল উত্তরপ্রদেশ নয়, এবার দিল্লীতেও চললো যোগীর বুলডোজার, ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ভূমফিয়াদের বাড়ি

বাংলাহান্ট ডেস্কঃ উত্তরপ্রদেশের পর এবার দিল্লীতেও ভূমাফিয়াদের বিরুদ্ধে অ্যাকশন নিয়ে শুরু করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (yogi adityanath)। মুখ্যমন্ত্রীর নির্দেশে সেচ বিভাগ ভূমাফিয়াদের দখল থেকে মুক্ত করেছে বেশকিছু জায়গা। যার মধ্যে রয়েছে যমুনার তীরে ওখলা ও মদনপুর খদরে।

এই সমস্ত জমি ভূমাফিয়ারা অবৈধভাবে দখল করে নিয়ে সেখানে ছোট ছোট প্লটে জমি বিক্রি করে দিয়েছিল। সেখানে বিল্ডিং তৈরিরও কাজ চলছিল। তারমধ্যে দিয়েই ভূমাফিয়াদের কবল থেকে জমি মুক্ত করে এক অসাধ্য সাধন করে দেখিয়েছে যোগী সরকার।

yogi adityanath 1616071381

ভূমাফিয়াদের কাবু করে তাদের ফাঁদে ফেলার জন্য একটি পোর্টাল চালু করেছিলেন যোগী আদিত্যনাথ। এর মাধ্যমেই প্রচার চালিয়ে গোটা রাজ্য থেকে অবৈধ দখল সরাতে সক্ষম হয়। বর্তমানে দিল্লী ভূমাফিয়াদের দখল থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়েছে।

পূর্বে বিভিন্ন জায়গা থেকে এই ভূমাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও, কোন সরকার পক্ষ তাদের উচ্ছেদ করতে পারেনি। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই কাজে সফল হয়ে দেখালেন। তিনি এই বিল্ডিং-র উপর বুল্ডোজার চালিয়ে দিলেন। অবৈধ উৎপাতের হাত থেকে রক্ষা করলেন দিল্লীকে। প্রায় ৬ একর জমিকে মুক্ত করতে সক্ষম হয়েছে যোগী সরকার।


Smita Hari

সম্পর্কিত খবর