হিন্দুদের ‘বেইমান-বিশ্বাসঘাতক’ বলে কটাক্ষ করলেন যুবির বাবা যোগরাজ সিং

বাংলা হান্ট ডেস্কঃ প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগারাজ সিং বরাবরই এক বিতর্কিত চরিত্র। আগেও বহুবার তিনি বিতর্কে জড়িয়েছেন। বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে ‘শয়তান’ বলে তিনি বিতর্কে জড়িয়েছেন। জাতীয় দলে যুবরাজ সিং সুযোগ না পাওয়ায় জাতীয় দল নিয়ে একাধিক বিতর্কিত মন্তব্য করেছিলেন। তবে এবার তিনি সবকিছুকে ছাপিয়ে গেলেন, সরাসরি বললেন ‘হিন্দুরা বেইমান।’

কয়েক মাস আগে কেন্দ্র সরকারের তরফে নতুন কৃষি বিল জারি করা হয়েছে। নতুন কৃষি বিল নিয়ে প্রথম থেকেই অসন্তোষ ছিলেন দেশের কৃষকরা। এবার কৃষকদের বাঁধ ভেঙেছে আর তাই পাঞ্জাবের হাজারে হাজারে কৃষক দিল্লির রাস্তায় জমায়েত করছেন, তারা আন্দোলন করছেন। পাঞ্জাব এবং হরিয়ানার কৃষকদের লংমার্চ এবং আন্দোলন চিন্তা বাড়াচ্ছে কেন্দ্রীয় সরকারের। এছাড়াও কৃষকদের সমর্থনে ইতিমধ্যেই পাঞ্জাবের প্রাক্তন ক্রীড়াবিদরা তাদের পদক ফিরিয়ে দিচ্ছেন।

https://twitter.com/HardikDodiya_/status/1334914333969580032?s=20

https://twitter.com/Atulahuja_/status/1334893793456214016?s=20

এবার কৃষকদের সমর্থনে হাজির হলেন প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিংয়ের বাবা যোগরাজ সিং। যোগরাজ সিং নিজেও একজন ক্রিকেটার ছিলেন। তবে তিনি এই আন্দোলনে কৃষকদের সমর্থন করতে গিয়ে সরাসরি ধর্ম বিদ্বেষ মূলক মন্তব্য করে বসেন। তিনি বলেন, ” শত বছর ধরে মুঘলদের গোলামি করে হিন্দুরা বিশ্বাসঘাতক হয়ে গিয়েছে।” এছাড়াও তিনি কয়েকদিন আগে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের “শয়তান” বলেও কটাক্ষ করেন।

https://twitter.com/erbmjha/status/1334908543476981760?s=20

যোগরাজ সিংয়ের এমন মন্তব্যের পরই সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনা শুরু হয়েছে। অনেকেই যোগরাজ সিংয়ের গ্রেফতারের করার দাবি তুলেছেন।


Udayan Biswas

সম্পর্কিত খবর