আমার বাবা, মা এখনও ওখানে! ভারত থেকে ভক্তদের কাছে শ্রীলঙ্কার জন্য বিশেষ আবেদন ইয়োহানির

বাংলা হান্ট ডেস্কঃ মানিকে মাগে হিতে, এই গান গেয়ে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন শ্রীলঙ্কার গায়িকা ইয়োহানি দিলোকা ডি সিলভা। এই একটি গান গেয়েই সারা বিশ্বের কাছে জনপ্রিয় হয়েছিলেন তিনি। এক অচেনা ভাষার গান বেঁধেছিল গোটা ভারতকে। শ্রীলঙ্কার সুন্দরী ইয়োহানি ডিলকা ডি’সিলভার মানিকে মাগে হিতেতে মজেননি এমন ভারতীয় পাওয়া একপ্রকার অসম্ভব!

কিন্তু, মঞ্চ কাঁপানো এই ‘রকস্টার’-এর গলায় অন্য সুর! শ্রীলঙ্কা যখন চরম আর্থিক সংকটে, তখন বিদেশে থেকেও অস্থির ইয়োহানি। ভিডিয়ো বার্তায় ভক্তদের থেকে সাহায্যের জন্য করলেন আবেদন। কিন্তু আজ তাঁর দেশ শ্রীলঙ্কা আর্থিক ভাবে ধসে পড়েছে। সেই নিয়েই সম্প্রতি দুঃখপ্রকাশ করলেন ইয়োহানি।

শ্রীলঙ্কার ভাইরাল কন্যা বলছেন, “এই মুহূর্তে আমার দেশ একটি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। দেশের এখন শুধু সাহায্য চাই। আর্থিক সাহায্যই হতে হবে এমন নয়। যে কোনও ধরনের সাহায্যই মানুষের কাছে এখন গুরুত্বপূর্ণ।”

ইয়োহানি বলেন, “দেশের অ্যাম্বাসাডার হিসেবে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আমি আমার নীরবতা ভাঙতে চাই। আমার কণ্ঠকে কাজে লাগিয়ে মানুষের পাশে দাঁড়াতে চাই। তারা যাতে আবার নিজের ঘরে ফিরতে পারে। আমি নিজের দেশ নিয়ে খুব সচেতন। যদিও আমি এখন মুম্বইতে আছি, আমার বাবা-মা ওখানেই আছেন। আমার বোন, বন্ধুরা, গোটা টিম ওখানে আছে। আমি যে শিল্পীদের সঙ্গে কাজ করি তাঁরাও ওখানে।”

লঙ্কারাজ্যের বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষের পাশের দাঁড়াতে তহবিল সংগ্রহে মাঠে নেমেছেন অনলাইন দুনিয়ার ভাইরাল শিল্পী ইয়োহানি।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর