এই ছবিতে লুকিয়ে রয়েছে দু’টি প্রাণী! ১১ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: আমাদের চারপাশে প্রতিদিন বিভিন্নরকম ছবি দেখতে পাই আমরা। যদিও, তাদের মধ্যে এমন কিছু ছবি থাকে যেগুলিকে আপাতদৃষ্টিতে আর পাঁচটা সাধারণ ছবির মত মনে হলেও সেগুলি কিছুটা ভিন্ন হয়। মূলত, ওই ছবিগুলি অপটিক্যাল ইলিউশনের (Optical Illusion) মাধ্যমে আমাদের বিভ্রান্ত করে ফেলে। যার ফলে রীতিমতো ধোঁকার সম্মুখীন হয় আমাদের চোখ।

এমতাবস্থায়, সাম্প্রতিক কালে সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন প্ল্যাটফর্মে এহেন হাজার হাজার ছবি সামনে আসে। সাধারণত, ওই ছবিগুলিতে নির্দিষ্ট কোনো বস্তু বা জীবকে সঠিকভাবে চিহ্নিত করতে হয়। আর ওই চিহ্নিতকরণের মাধ্যমেই সমাধান হয় ছবিটির। এমন পরিস্থিতিতে, যাঁরা নিয়মিত ধাঁধা সমাধান করেন তাঁরাও এগুলির সমাধানের জন্য রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন। সর্বোপরি, এই ছবিগুলিকে নির্ভুলভাবে সমাধান করলে মস্তিষ্কের কার্যক্ষমতাও বৃদ্ধি পায়।

যদিও, কিছু কিছু ক্ষেত্রে এই ছবিগুলির সমাধান করা এতটাই কঠিন হয়ে পড়ে যে অধিকাংশ মানুষই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না। এমতাবস্থায়, বর্তমানে আরও একটি ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যে ছবিটিতে লুকিয়ে থাকা দু’টি প্রাণীকে খুঁজে পেতেই ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। এই প্রতিবেদনে ওই ছবিটি সমাধান করার জন্য আমরা সেটি উপস্থাপিত করছি পাঠকদের সামনে।

এই ছবিতে লুকিয়ে রয়েছে দু’টি প্রাণী: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে দু’টি ছবি ফুটে উঠেছে। যার বামদিকে রয়েছে সাদা-কালো রেখা এবং ডানদিকে রয়েছে গাছ ও একটি সুইমিং পুলের ছবি। তবে, ওই দুই ছবির মধ্যেই লুকিয়ে রয়েছে দু’টি প্রাণী। আর সেগুলিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, আপনিও সেগুলিকে খুঁজে দেখার চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ১১ সেকেন্ডের মধ্যে উত্তর জানাতে হবে। তবে, বারংবার চেষ্টা করেও আপনি যদি প্রাণীগুলিকে খুঁজে না পান সেক্ষেত্রে চিন্তা নেই। কারণ, আমরা উত্তর জানিয়ে দিচ্ছি।

whatsapp image 2023 03 02 at 8.41.33 pm

রয়েছে এই প্রাণীগুলি: মূলত, প্রদত্ত ছবিগুলিতে দু’টি ছবিকে একইসাথে সংযুক্ত করা আছে। যদিও, ভালোভাবে পর্যবেক্ষণ করলেই সেগুলির মধ্যে উত্তর খুঁজে পাওয়া সম্ভব। খুঁটিয়ে দেখলে বুঝতে পারবেন ছবিটির বামদিকের সাদা-কালো রেখার মধ্যে রয়েছে একটি ব্যাঙ।

result (1)

পাশাপাশি ডানদিকের ছবিটি স্নেক ক্যাচারস ব্রিসবেন অ্যান্ড গোল্ড কোস্ট কোম্পানি ফেসবুকে পোস্ট করেছে। এই কোম্পানি সাপ ধরার কাজ করে। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে, এই ছবিতে একটি সাপ রয়েছে। পাশাপাশি, ওই ছবির পরিপ্রেক্ষিতে কোম্পানির পক্ষ থেকে আরও লেখা হয়েছে যে, সেখানে স্থিত সাপেরা প্রায়শই তাদের খোলস ত্যাগ করতে ছবিতে থাকা পুলটি ব্যবহার করে। তাই পরের বার পুলে যাওয়ার সময় একটু সতর্ক থাকুন। এমতাবস্থায়, আমরা লালবৃত্তের মাধ্যমে সাপটিকে দেখিয়ে দিচ্ছি।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর