বাংলা হান্ট ডেস্ক: ছোটবেলা থেকেই আমরা বিভিন্ন রকমের ধাঁধার (Puzzle) সমাধান করে আসছি। যেগুলি সঠিকভাবে সমাধানের ক্ষেত্রে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পাওয়া যায় মানসিক প্রশান্তিও। যদিও, ধাঁধার আবার বেশকিছু আলাদা আলাদা ধরণও রয়েছে। এমন পরিস্থিতিতে, বর্তমান সময়ে আমরা নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে এমন কিছু ছবি দেখতে পাই যেগুলিকে আর পাঁচটা সাধারণ ছবি হিসেবে মনে হলেও সেগুলিতে কিছু চমক থাকে।
মূলত, ওই বিশেষ ছবিগুলিতে একটি নির্দিষ্ট ধরণের প্রতীক বা কোনো বিষয়কে অনুসন্ধান করতে হয় সবাইকে। আর সেগুলিকে খুঁজে পেলেই সমাধান হয়ে যায় ছবিটির। এমতাবস্থায়, এই বিষয়টিও অনেকটা ধাঁধা সমাধানের মতই ঘটে। যদিও, কিছু কিছু ক্ষেত্রে যাঁরা নিয়মিত ধাঁধা সমাধান করেন তাঁরাও এগুলির সমাধানের জন্য রীতিমতো কালঘাম ছুটিয়ে দেন।
সেই রেশ বজায় রেখেই এবার একটি ছবি সামনে এসেছে। যেখানে থাকা একজন মহিলার সঠিক নামটি খুঁজে বের করতেই ব্যস্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। এমতাবস্থায়, ওই ছবিটি আমরা উপস্থাপিত করছি পাঠকদের সামনে।
ওই ছবিটিতে আমরা প্রথমে একটি চায়ের কাপ আর তারপরেই একটি ক্রস চিহ্ন দেখতে পাচ্ছি। তবে, কাপ এবং ওই চিহ্নের মাঝে রয়েছে একটি যুক্ত চিহ্নও। অর্থাৎ, ওই দুই ক্লু-কে কাজে লাগিয়ে ছবিতে থাকা মেয়েটির নামটি কি সেটির সমাধান করতে হবে। এমতাবস্থায়, আপনিও একবার চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাকে ১৫ সেকেন্ডের মধ্যে বলতে হবে মেয়েটির নাম। তবে, বারংবার চেষ্টা করেও আপনি যদি সঠিক নামটি বলতে না পারেন তাহলেও চিন্তা নেই। কারণ আমরা উত্তরটি জানিয়ে দিচ্ছি।
জেনে নিন সঠিক নামটি: ছবিটি একটু ভালোভাবে পর্যবেক্ষণ করলেই কিন্তু নামটি সমাধান করা সম্ভব। তবে, সেজন্য বেশ কয়েকবার ছবিটিকে খুঁটিয়ে দেখতে হবে। ছবিটির প্রথমেই রয়েছে চায়ের কাপ। যেটি ইংরেজি শব্দ “TEA”-কে ইঙ্গিত করে। তার ঠিক পরেই রয়েছে ক্রস চিহ্নটি। যেটি বোঝায় “NO”। অর্থাৎ, বাংলায় “টি+না”। সুতরাং, ছবিতে থাকা মেয়েটির নাম হল টিনা। তবে, আমাদের জানিয়ে দেওয়ার আগেই যদি আপনি ১৫ সেকেন্ডের মধ্যে নামটি সমাধান করতে পেরে যান তাহলে নিঃসন্দেহে আপনি একজন জিনিয়াস। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।