এই ছবিতেই লুকিয়ে রয়েছে একটি বিপজ্জনক সাপ! ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে পেলেই আপনি জিনিয়াস

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না এমন মানুষ রীতিমতো খুঁজে পাওয়াই মুশকিল। মূলত, কাজের ফাঁকেই হোক কিংবা অবসরে সুযোগ পেলেই আমরা ঢুঁ মারি নেটমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মগুলিতে। এদিকে, সেখানে প্রায়শই বিভিন্ন ভাইরাল ভিডিও এবং ছবি খুব সহজেই আকৃষ্ট করে আমাদের। শুধু তাই নয়, সেখানে এমন কিছু ছবির খোঁজ মেলে যেগুলি আর পাঁচটা সাধারণ ছবির তুলনায় কিছুটা ভিন্ন হয়।

কারণ, সেগুলি অপটিক্যাল ইলিউশন (Optical Illusion) অর্থাৎ দৃষ্টিভ্রমের মাধ্যমে “চোখে ধোঁকা” দিয়ে অবাক করে দেয় আমাদের সবাইকেই। এমতাবস্থায়, ওই ছবিগুলিতে কোনো নির্দিষ্ট ধরণের প্রতীক বা বিষয়কে অনুসন্ধান করতে হয় নেটিজেনদের। আর সেগুলিকে খুঁজে পেতেই রীতিমতো কালঘাম ছুটে যায় সবার। এমনিতেই, আমাদের চারপাশে এমন অনেকেই থাকেন যাঁরা নিয়মিতভাবে বিভিন্ন কঠিন ধাঁধার সমাধান করতে অত্যন্ত পছন্দ করেন। যদিও, কিছু কিছু ক্ষেত্রে এই ছবিগুলির সঠিক সমাধান করা এতটাই কঠিন হয়ে পড়ে যে ৯৯ শতাংশ মানুষই এগুলির সঠিক উত্তর দিতে পারেন না।

তবে, এই ছবিগুলিকে নির্ভুলভাবে সমাধান করার ক্ষেত্রে মেলে মানসিক প্রশান্তিও। এদিকে, সম্প্রতি আরও একটি এমনই ছবি দাপিয়ে বেড়াচ্ছে নেটমাধ্যম। যেখানে একটি সাপকে খুঁজে পেতে ব্যস্ত হয়ে পড়েছেন নেটাগরিকরা। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে সেই ছবিটি সমাধান করার জন্য আমরা সেটি উপস্থাপিত করছি পাঠকদের সামনে।

খুঁজে বার করতে হবে ছবিতে থাকা বিপজ্জনক সাপটিকে: সম্প্রতি ভাইরাল হওয়া ওই ছবিটিতে একটি ঘাসযুক্ত এলাকার ছবি দেখা গিয়েছে। আর ওই স্থানের মধ্যেই লুকিয়ে রয়েছে একটি সাপ। সেটিকে খুঁজে বার করতে পারলেই কিন্তু সমাধান হয়ে যাবে ছবিটির। এমতাবস্থায়, আপনিও একবার ওই সাপটিকে খুঁজে দেখার চেষ্টা করতেই পারেন। সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ১০ সেকেন্ডের মধ্যে খুঁজে বার করতে হবে সেটিকে। তবে, শেষপর্যন্ত যদি আপনি ওই সরীসৃপটিকে খুঁজে না পান সেক্ষেত্রে মন খারাপ করবেন না। কারণ, আমরা সেটির সঠিক অবস্থানটি জানিয়ে দিচ্ছি।

5a474a4a5586e34dd52b4c8050e9489f1669049092402604 original

এইখানে লুকিয়ে রয়েছে ওই সাপটি: ছবিটি একটু ভালোভাবে লক্ষ্য করলেই কিন্তু সাপটিকে খুঁজে পাওয়া সম্ভব। সেক্ষেত্রে বেশ কয়েকবার খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে হবে ছবিটিকে। মূলত, ওই ঘাসে ঢাকা জমির মধ্যেই নিজেকে লুকিয়ে রেখেছে সাপটি। আপনি যদি ছবিটির একটু বামদিকে বরাবর ওপরের দিকে ভালোভাবে লক্ষ্য করেন সেক্ষেত্রে সাপটিকে দেখতে পাবেন। শিকারের জন্য রীতিমতো প্রস্তুত রয়েছে সে। আমরা সেটির অবস্থানটি ভালোভাবে বোঝানোর জন্য লালবৃত্তের মাধ্যমে সাপটিকে দেখিয়ে দিচ্ছি। তবে, আমাদের দেখিয়ে দেওয়ার আগেই যদি আপনি ১০ সেকেন্ডের মধ্যে সেটিকে খুঁজে পেতে সমর্থ হন, সেক্ষেত্রে আপনি সত্যিই একজন জিনিয়াস। এই বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর