২ টাকার এই বিশেষ গোলাপি নোট কাছে থাকলেই আপনি হতে পারেন লাখপতি! শুধু করতে হবে এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: আমরা সকলেই বাড়িতে বয়স্ক এবং গুরুজনদের কাছ থেকে একটি ইংরেজি প্রবাদ প্রায়ই শুনেছি। সেটি হল “ওল্ড ইজ গোল্ড”। অর্থাৎ, পুরোনো জিনিসের কদর সবসময়ই থাকে। এমনকি, যত দিন যায় ততই “মূল্যবান” হয়ে যায় সেগুলি। সেই তালিকায় থাকে পুরোনো টাকা (Money) কিংবা পুরোনো নোটও। আর এই পুরোনো নোটের বিনিময়েই আপনি বর্তমানে পেয়ে যেতে পারেন হাজার হাজার টাকা!

শুনে অবিশ্বাস্য মনে হলেও এটা কিন্তু একদমই সত্যি। শুধু তাই নয়, বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্যও উপস্থাপিত করা হবে। মূলত, আমরা আপনাকে এমন একটি কৌশল সম্পর্কে জানাতে চলেছি যার মাধ্যমে আপনি খুব সহজেই লক্ষ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। আর সেজন্য প্রয়োজন শুধুমাত্র পুরোনো কিছু কয়েন এবং নোট।

আমরা অনেকেই জানি যে, বর্তমান সময়ে পুরোনো নোট ও কয়েন প্রায়শই নিলামে ওঠে এবং বেশ ভালো দামে বিক্রিও হয় সেগুলি। এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা এগুলি নিজেদের সংগ্রহে রাখতে পছন্দ করেন। আর সেজন্যই মোটা দামে পুরোনো কয়েন বা নোট কিনে নেন তাঁরা। এমতাবস্থায়, আপনার কাছেও যদি এমন কিছু কয়েন এবং নোট থাকে, তাহলে আপনিও রাতারাতি ধনী হয়ে যেতে পারেন।

রয়েছে সংখ্যার খেলা: জেনে অবাক হবেন যে, এমন অনেক মানুষ রয়েছেন যাঁরা তাঁদের “লাকি নাম্বার”-এ খুব বেশি বিশ্বাস করেন। শুধু তাই নয়, তাঁরা মনে করেন যে, ওই ভাগ্যবান সংখ্যাটি তাঁদের অনেক ধনী করে তুলবে। যে কারণে তাঁরা এই সংখ্যা পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করেন। আর এই কারণেই অনলাইন বাজারে পুরোনো নোটের দাম বহুগুণে বেড়ে যাচ্ছে। তবে, আপনিও যদি কোটিপতি হতে চান, তাহলে এই রকম দুর্লভ নোট এবং কয়েন বিক্রি করে ধনী হতে পারেন।

এই বিশেষ সংখ্যাগুলি আপনাকে কোটিপতি করে তুলবে: আপনার কাছে যদি ২ টাকার গোলাপি রঙের নোট থাকে তাহলে আপনি সহজেই ঘরে বসে ২৫ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত আয় করতে পারবেন। শুধু তাই নয়, যদি আপনার কাছে সেই বিশেষ নোটটিতে ৭৮৬, ১১১, ২২২, ৩৩৩, ৪৪৪, ৫৫৫, ৬৬৬, ৭৭৭, ৮৮৮, ৯৯৯-এর মত নম্বর থাকে তাহলে আপনার কোটিপতি হওয়ারও সুযোগ রয়েছে।

এইভাবে বিক্রি করুন ২ টাকার বিশেষ নোট:
১. আপনার কাছে যদি দু’টাকার একটি বিশেষ নোট থাকে এবং আপনি যদি সেটি বিক্রি করতে চান, তাহলে সবার প্রথমে ebay অথবা coinbazaar-এর ওয়েবসাইটে গিয়ে সেখানে একটি Seller Account তৈরি করতে হবে আপনাকে।
২. তারপরে আপনার কাছে থাকা ২ টাকার নোটটির এমন একটি সুন্দর ছবি তুলুন যেটি সহজেই আকৃষ্ট করতে পারে ক্রেতাদের।

N01 4Reverse 1024x1024@2x

৩. এরপরে আপনি ওই ওয়েবসাইটে বিস্তারিত তথ্য সহ ছবিটি আপলোড করুন।
৪. আপনার আপলোড করা ওই ছবিটি ক্রেতাদের কাছে পৌঁছনোর সাথে সাথে ইচ্ছুকরা নিজেরাই আপনার সাথে যোগাযোগ করতে শুরু করবেন। আর এইভাবেই পুরোনো নোটের সাহায্যে ভালো অঙ্কের টাকা পেতে পারবেন আপনি।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর