বাঁচবে গ্যাঁটের কড়ি, ট্রেনের টিকিটের দামে বুক করতে পারবেন ফ্লাইট! এই ওয়েবসাইট দিচ্ছে সুবর্ণ সুযোগ

Published On:

বাংলা হান্ট ডেস্ক : চটজলদি কোথাও পৌঁছানোর জন্য বিমানের চেয়ে ভালো কিছু হয়না। এতে ভ্রমণ করা যেমন সহজ তেমনই আরামদায়ক। তবে তার জন্য দরকার পকেটের জোর। কারণ বিমানের টিকিট (Flight Ticket) কিন্তু অতটাও সহজ নয়। আরামে, নিশ্চিন্তে ভ্রমণ করার জন্য খসাতে হয় গ্যাঁটের কড়ি। যে কারণে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা এই ফ্লাইটের চক্কর থেকে একটু দূরেই থাকেন।

এমতাবস্থায় আমরা যদি বলি, আপনি ট্রেনের টিকিটের দামেই ফ্লাইট বুক করতে পারবেন তাহলে কি অবিশ্বাস করবেন! আমরা আজ আপনাকে এমন এক ওয়েব সাইটের খবর দেব যেখানে আপনি সস্তায় ফ্লাইটের টিকিট কিনতে পারবেন। SkyScanner নামের ওয়েবসাইটে, ট্রেনের টিকিটের দামে ফ্লাইট টিকিট বুক করার সুবিধা রয়েছে, যার কারণে যাত্রীদের পকেটের বোঝা কমবে।

উল্লেখ্য, এই ওয়েবসাইটে বিভিন্ন ফ্লাইটের বিশদ বিবরণ পাওয়া যায়। সেখানে মাঝেমধ্যেই ফ্লাইটের দামে ব্যাপক হেরফের দেখা যায়। আপনি যদি SkyScanner ওয়েবসাইট ব্যবহার করতে চান তাহলে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে, আপনার ভ্রমণের তারিখ এবং ওয়েবসাইটটিতে লগ ইন করার তারিখ যেন ভিন্ন হয়।

cq5dam.web.1680.624

এতে টিকিটের দাম উল্লেখযোগ্যভাবে অমে যায়। এই ওয়েবসাইটটি বিভিন্ন এয়ারলাইন্স কোম্পানি এবং ফ্লাইট সম্পর্কে তথ্য সরবরাহ করে, যার কারণে গ্রাহকের পক্ষে সর্বনিম্ন মূল্যের ফ্লাইট চয়ন করা সহজ। অন্যদিকে, আপনি যদি অন্য কোনও ওয়েবসাইট থেকে টিকিট বুক করেন, তবে নির্বাচিত ফ্লাইট এবং তাদের রেটগুলি এতে দেখানো হয়, যা তুলনামূলক খরচসাপেক্ষ।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X