এবার খালি সিটের লিস্ট দেখাবে রেল! বুকিং করতে পারবেন মনের মত জায়গা, নয়া সুবিধা IRCTC’র

বাংলাহান্ট ডেস্ক : প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন ট্রেনে। ভারতের পরিবহণ মানচিত্রে রেলের অবদান অস্বীকার্য। স্থানীয়ভাবে যাতায়াত হোক কিংবা দূরে কোথাও, ভারতীয়দের ভরসার প্রথম নাম রেল ব্যবস্থা। যাত্রীদের কথা মাথায় রেখে নিজেদের আরও উন্নত করার চেষ্টা করছে রেল। ভারতীয় রেলের পক্ষ থেকে যুগের সাথে তাল মিলিয়ে নেওয়া হচ্ছে একাধিক সিদ্ধান্ত।

একদিকে যেমন উন্নত করা হচ্ছে রেলের পরিকাঠামো, তেমনই প্রযুক্তিগতভাবে নিজেদের উন্নত করছে ভারতীয় রেল। দূরপাল্লার ট্রেনে সফর করার জন্য রিজার্ভেশনের প্রয়োজন হয়। তবে টিকিট রিজার্ভ করার সময় অনেক ক্ষেত্রেই যাত্রীদের পছন্দমতো আসন মেলে না। তাই অনেকেরই দূরপাল্লার ট্রেনে সফর করার সময় সমস্যা হয়।

আরোও পড়ুন : চিকেন খাওয়ার আগে সতর্ক হন! প্রকোপ বাড়ছে ব্লাড ফ্লুর, পোল্ট্রি মুরগির দামে বড়সড় পতন

বর্তমানে মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই সিনেমা হলে পছন্দের সিট বুক করা যায়। এবার সেরকমই ব্যবস্থা নিয়ে আসতে চলেছে আইআরসিটিসি। ট্রেন যাত্রীরাও এবার পছন্দের সিট বুক করতে পারবেন অ্যাপের মাধ্যমে। রেল কর্তারা জানাচ্ছেন, যেমনভাবে সিনেমা হলে পছন্দের টিকিট বুক করা যায়, তেমনভাবে যাত্রীরা এবার পছন্দের সিট বুক করতে পারবেন ট্রেনে।

আরোও পড়ুন : নুসরত, মিমি, রচনা অতীত! এবার রাজনীতিতে আসছেন ঋতুপর্ণা? নিজেই জানালেন অভিনেত্রী

নিজের পছন্দমতো আপার, মিডিল বা লোয়ার সিট বুক করা সম্ভব হবে। এই পরিষেবার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে নিয়েছে আইআরসিটিসি। IRCTC থেকে যখন টিকিট বুক করবেন তখন আপনাকে দেখানো হবে ফাঁকা আসন। সেই ফাঁকা আসন আপনারা বুক করতে পারবেন পছন্দমতো। ইতিমধ্যে এই নয়া পরিষেবা নিয়ে মুখ খুলেছেন রেলের আধিকারিকরা।

Indian Railways inside coach

IRCTC-র এক আধিকারিকের কথায়, “আমরা বিশ্বাস করি এই নতুন উদ্যোগটি ট্রেন ভ্রমণকে আরও আরামদায়ক এবং উপভোগ্য করে তুলবে। যাত্রীরা এখন তাদের পছন্দের আসন নির্বাচন করতে পারবেন যা তাদের ভ্রমণকে আরও আনন্দদায়ক করে তুলবে।” সব মিলিয়ে বলা যায়, খুশির খবর আসছে যাত্রীদের জন্য।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর