চার্ট তৈরি হয়ে যাওয়ার পরেও নিশ্চিতভাবে পেতে পারেন টিকিট! শুধু করতে হবে এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশজুড়ে উৎসবের মরশুম শুরু হওয়ায় যাত্রীদের ভিড়কে নিয়ন্ত্রণ করতে এবং আসন্ন দীপাবলি ও ছটপুজো উপলক্ষ্যে বিশেষ ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু, এই আবহে আপনি যদি আপনার নির্ধারিত সফরের জন্য ট্রেনে কনফার্ম টিকিট না পান তাহলে এই প্রতিবেদনটি নিঃসন্দেহে আপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হবে। মূলত, বর্তমান প্ৰতিবেদনে আমরা এমন একটি উপায় সম্পর্কে আপনাদের জনাবো যার মাধ্যমে আপনি কনফার্ম টিকিট পেতে পারেন। IRCTC-র একটি সুবিধার মাধ্যমে সিটের চার্ট তৈরি হওয়ার পরেও কনফার্ম টিকিট পাওয়া সম্ভব।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ট্রেনের চার্ট তৈরির পরেও, কেউ যদি শেষ মুহূর্তে তাঁর টিকিট বাতিল করে দেন বা ট্রেনে কোনো আসন খালি থেকে যায়, সেক্ষেত্রে আপনি এই ফিচার্সের সাহায্যে একটি কনফার্ম টিকিট পেতে পারেন। আসুন জেনে নেওয়া যাক IRCTC-র এই দুর্দান্ত সুযোগটি সম্পর্কে।

IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে, আপনি বুকিং উইন্ডোতে Charts/Vacancy নামক একটি অপশন পাবেন। এটির সাহায্যে, আপনি চার্ট তৈরি করার পরেও কনফার্ম টিকিট পেতে পারেন। মূলত, এর সাহায্যে ট্রেনের স্লিপার বা এসি ক্লাসে কটি আসন খালি রয়েছে তাও জানা সম্ভব। এছাড়াও, খালি আসনের পাশাপাশি, আপনি বুক করা অথবা আংশিকভাবে বুক করা ট্রেনের টিকিট সম্পর্কেও বিস্তারিত তথ্য পেতে পারেন।

ভারতীয় রেলের দেওয়া তথ্য অনুসারে, অনেক সময় এমন হয় যে চার্ট তৈরি করার পরেও, যাত্রীরা ট্রেনের কনফার্ম সিট বাতিল করে দেন। যার কারণে অন্য কারোর নামে সিটটি বরাদ্দ করা যায় না। এমন পরিস্থিতিতে, কেউ যদি এই সুবিধাটি ব্যবহার করেন, সেক্ষেত্রে, কনফার্ম টিকিট পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় এবং সহজেই ট্রেনে সফর করাও সম্ভব হয়।

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রথম চার্ট অর্থাৎ রিজার্ভেশন চার্ট, ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে পোস্ট করা হয়। অপরদিকে, দ্বিতীয় চার্টটি ৩০ মিনিট আগে থেকে দেখা যায়। পাশাপাশি, এই ইন্টারফেসটি ভারতীয় রেলওয়ের সংরক্ষিত ট্রেনগুলিতে ব্যবহার করার জন্য নয়টি বিভাগের একটি লেআউট দেবে। পাশাপাশি, ১২০ টিরও বেশি বিভিন্ন কোচের লেআউটও অন্তর্ভুক্ত করা হয়েছে।

Untitled design 2022 06 11T110955.334

কিভাবে এই সুবিধা নিতে পারবেন:
১. প্রথমে IRCTC-র ওয়েবসাইটে লগ ইন করতে হবে।
২. বুকিং উইন্ডোর উপরে Charts/Vacancy অপশনে ক্লিক করতে হবে।
৩. এরপর ভ্রমণের বিবরণ যেমন ট্রেন নম্বর, যাত্রার তারিখ এবং বোর্ডিং স্টেশন ইত্যাদি তথ্য দিতে হবে।
৪. বিস্তারিত লেখার পর “গেট ট্রেন চার্ট” অপশনে ক্লিক করুন।
৫. এখন আপনি রিজার্ভেশন চার্টটি দেখতে সক্ষম হবেন।
৬. ক্লাস অনুসারে এবং কোচ অনুসারে খালি বার্থের সংখ্যা দেখা যাবে এখানে।
৭. পাশাপাশি লেআউট দেখতে আপনি আপনার কোচ নম্বরে ক্লিক করতে পারেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর