বিশ্বে বাজছে ভারতের ডঙ্কা! ভারতীয় মুদ্রায় ব্যবসা করতে পারবেন এই ১৮ টি দেশে, দেখে নিন তালিকা

Published On:

বাংলা হান্ট ডেস্ক: আন্তর্জাতিক বাণিজ্যে ভারতীয় রুপির (Indian Rupee) প্রভাব ক্রমাগত বাড়ছে। রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) গত বছরের জুলাই মাসে ভারতীয় রুপিতে ক্রস বর্ডার ট্রেড ট্রানজাকশনের ক্ষেত্রে নির্দেশিকা জারি করার পরে, এবার বিশ্বের ১৮ টি দেশ ভারতের সাথে রুপিতে ব্যবসা করার কথা বিবেচনা করেছে। শুধু তাই নয়, ভারতীয় রুপির এই ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে এটিকে আন্তর্জাতিক মুদ্রার মর্যাদাও দেওয়া হতে পারে।

উল্লেখ্য যে, এখনও পর্যন্ত বিশ্ব বাণিজ্যে ডলারের একটি বড় অংশগ্রহণ রয়েছে। পাশাপাশি বিশ্বের অধিকাংশ দেশই একে অপরের কাছ থেকে পণ্য ক্রয় ও বিক্রয়ের ক্ষেত্রে ডলারের ব্যবহার করে। এমতাবস্থায়, বেশ কয়েকটি দেশ এবার আন্তর্জাতিক বাণিজ্যের জন্য রুপি ব্যবহারে আগ্রহী হয়েছে এবং এটির সেটেলমেন্ট প্রক্রিয়া সহজ করার চেষ্টা করছে।

এদিকে, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি ৬০ টি বিশেষ ভোস্ট্রো অ্যাকাউন্ট তৈরির ক্ষেত্রে অনুমোদন দিয়েছে। যার ফলে রাশিয়া ও শ্রীলঙ্কার মতো দেশ থেকে রুপিতে আন্তর্জাতিক বাণিজ্য সম্ভব হবে। এই প্রসঙ্গে ভারতের অর্থ প্রতিমন্ত্রী ভাগবত কারাদ সংসদে বলেছেন যে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক দেশি ও বিদেশি AD আকারে ভোস্ট্রো অ্যাকাউন্ট খোলার অনুমোদন দিয়েছে।

যার জেরে বিশ্বের ১৮ টি দেশের সঙ্গে ডলারের বদলে ব্যবসা করা যাবে রুপিতে। পাশাপাশি, কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের বদলে রুপিকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে রয়েছে রাশিয়া। এছাড়াও, অর্থমন্ত্রী আরও জানান ভারত রপ্তানি বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় মুদ্রায় বাণিজ্য বাড়াতে বেশ কিছু পরিকল্পনা তৈরি করেছে।

indian rupee 1619773226 1638086019

এই ১৮ টি দেশে রুপি মারফত ব্যবসা করা যাবে:
১. সিঙ্গাপুর
২. শ্রীলঙ্কা
৩. রাশিয়া
৪. জার্মানি
৫. ফিজি
৬. ব্রিটেন
৭. বতসোয়ানা
৮. গুয়েনা
৯. ইজরায়েল
১০. কেনিয়া
১১. মায়ানমার
১২. নিউজিল্যান্ড
১৩. মালয়েশিয়া
১৪. ওমান
১৫. মরিশাস
১৬. উগান্ডা
১৭. তানজেনিয়া
১৮. সেশলস

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X