বাংলা হান্ট ডেস্কঃ গ্রাহকদের জন্য এবার বড় সুবিধা নিয়ে এল ভারতীয় স্টেট ব্যাঙ্ক। অনেক ক্ষেত্রেই ব্যাঙ্কের শাখা অনেক দূরে হওয়ায় বারবার ব্যাঙ্কে গিয়ে নানা কাজ করা বেশ ঝঞ্ঝাটের কাজ হয়ে যায়। বিশেষত প্রবীণ নাগরিকদের জণ্য এই কোভিড কালে বারবার দীর্ঘ লাইন দিইয়ে টাকা জমা করা বা তুলে আনা খুবই কষ্টসাধ্য এবং ঝুঁকিপূর্ন কাজ। এই সমস্যা রীতিমত প্রবল গ্রামের দিকে। আর তাই এবার এই জটিল সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিল এসবিআই।
এসবিআই এবার শুরু করতে চলেছে door step banking সুবিধা। অর্থাৎ কষ্ট করে আপনাকে আর যেতে হবে ব্যাঞকে বরং ব্যাঙ্কই আসবে আপনার দরজায়। অবশ্য এই সুবিধা পেতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার ব্রাঞ্চে একটি রেজিস্ট্রেশন করাতে হবে। তবে একবার এই পর্বটি মিটে গেলে অবশ্য আর কোন ঝামেলা পোহাতে হবে না আপনাকে। তখন বাড়ি বসেই নিজের অ্যাকাউন্টে ২০০০০ টাকা অবধি জমা এবং তোলার কাজ সহজেই করতে পারবেন আপনি।
তবে এই সুযোগই এখনই সকলের জন্য চালু করছে না এসবিআই। এর জন্য তারা রেখেছে বিশেষ কয়েকটি শর্ত। আসুন জেনে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে গ্রাহকদের এই সুবিধা দেবে এসবিআই।
* প্রথমত ব্যাঙ্কের দূরত্ব গ্রাহকের নিবন্ধিত ঠিকানার চেয়ে ৫ ্কিলোমিটারের বেশি হলে তবেই এই সুবিধা মিলবে।
* আপনার ব্যাঙ্ক অ্যাকাউণ্টের সাথে মোবাইল নম্বর অবশ্যই নিবন্ধিত থাকতে হবে। এছাড়া জয়েন্ট অ্যাকাউন্ট থাকলেও এই সুবিধা মিলবে ঠিকই কিন্তু গ্রাহকদের কেওয়াইসি ফর্ম অবশ্যই পূরণ করে থাকতে হবে।
* এই সুবিধা এখনই সাধারন নাগরিকদের দিচ্ছে না এসবিআই , শুধুমাত্র গ্রাহক যদি দৃষ্টিপ্রতিবন্ধী এবং প্রতিবন্ধী বা ৭০ বছরের বেশি বয়সী প্রবীণ নাগরিক হন সেক্ষত্রেই একমাত্র এই সুবিধা পাবেন তারা।