বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময় অফিস হোক কিংবা দূরে কোথাও ভ্রমণ সকলেরই প্রথম পছন্দ ট্রেন। ভারতের যাতায়াত ব্যবস্থার মেরুদণ্ড হচ্ছে ভারতীয় রেল (Indian Railways)। শুনলে অবাক হবেন, বিশ্বের মধ্যে চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্কের স্থান দখল করে নিয়েছে ভারতীয় রেল। শুধু তাই নয়, এই দুর্মূল্যর বাজারে একমাত্র কম খরচায় আপনার গন্তব্যে পৌঁছে দেয় এই যান। বর্তমানে ভারতীয় রেলে বিরাট উন্নতি ঘটেছে। আগে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হত। এখন সেই ঝক্কিও পোহাতে হয় না। বরং অনলাইনেই টিকিট কেটে নেওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না সস্তার ট্রেনের টিকিট কোথায় পাওয়া যায়। যার ফলে গাদা গুচ্ছের খরচ করে দেন যাত্রীরা। কিন্তু জানেন এই বিশেষ জায়গা থেকে ট্রেনের টিকিট কাটলে সস্তায় পাবেন।
ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থায় রয়েছে সস্তার ট্রেনের টিকিট:
এখন যে কেউই দেশের যে কোনও প্রান্তে বসে অনলাইনে ট্রেনের টিকিট কাটতে পারেন। আজকাল আবার ডিজিটাল যুগে মোবাইলের ব্যবহার। সেখানেও রয়েছে সুবিধা। তবে অনেক সময়, অনলাইনে টিকিট কাটতে গিয়েই বেশি টাকা খরচ করে ফেলি। ৫০০ টাকার টিকিটের জায়গায় ১০০০ টাকা কিংবা তার বেশি দিয়ে থাকি। আর তখনই হয় সমস্যা। কারণ টিকিটের খরচের পাশাপাশি অতিরিক্ত চার্জ দিতে হয়। যেমন- কনভেনিয়েন্স ফি, এজেন্ট সার্ভিস চার্জ এবং পেমেন্ট গেটওয়ে ফি ইত্যাদির কারণে অতিরিক্ত খরচ হয়ে থাকে। আর এই সমস্ত অতিরিক্ত খরচ হয় বিভিন্ন প্রাইভেট অ্যাপ গুলিতে। তবে আপনি যদি এই সমস্ত অ্যাপ ছাড়া ভারতীয় রেলের (Indian Railways) এই সুবিধা নেন তাহলেই খরচ হবে কম।
আরও পড়ুনঃ আদালতে বিচারাধীন মামলা! এরই মাঝে ট্রাম তুলে দিতে কি করছে প্রশাসন? অভিযোগ
কোথা থেকে ট্রেনের টিকিট কাটবেন: বর্তমানে কেন্দ্র সরকার ভারতীয় রেল (Indian Railways) ব্যবস্থার উন্নয়নের জন্য বিভিন্ন রকমের সুবিধা এনেছেন। তার মধ্যে অন্যতম একটি ব্যবস্থা হচ্ছে IRCTC। রেল স্বীকৃত সংস্থা IRCTC টিকিট কাটার জন্য অন্যতম সহায়ক। এখান থেকে ট্রেনের টিকিট কাটলে অতিরিক্ত খরচ করতে হয় না। কিংবা অতিরিক্ত চার্জও ধার্য করা হয় না। বর্তমানে অনেকেই এই সংস্থাটির উপর বিশেষ নির্ভরশীল। আপনি যদি প্রাইভেট অ্যাপগুলিতে টিকিট কেটে থাকেন তাহলে নিজের ক্ষতি করছেন। তার চেয়ে বরং রেল স্বীকৃত সংস্থা এই অ্যাপে ট্রেনে টিকিট কাটুন সস্তায় পেয়ে যাবেন।
বলা হয়, IRCTC থেকে টিকিট কাটলে অনেক টাকা সাশ্রয় করা যায়। তবে হ্যাঁ টিকিটের মূল্য নির্ধারণ করা হয় আপনার গন্তব্যের দূরত্ব, কোন ক্লাসের টিকিট এসি না নন এসি তার উপর নির্ভর করে। দূরত্ব বেশি হলে সে ক্ষেত্রে খরচও বেশি হয়। তবে অন্যান্য অ্যাপের তুলনায় এই সংস্থার ক্ষেত্রে খরচ বহুগুণ কম। আর এই সুবিধা সকলেই নিতে পারেন।
আরও পড়ুনঃ যিশুর মেয়েকে বলিউডে লঞ্চ করছেন সলমন! জল্পনার অবসান ঘটালেন সারা নিজেই
আসলে বর্তমান সময় সকলের সময় বাঁচাতে অনলাইনের উপরই নির্ভরশীল। তাই ভ্রমণ হোক কিংবা কাজের সূত্রে দূরে কোথাও যাওয়ায় ট্রেনের টিকিট কাটার জন্য অনলাইনে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে থাকেন। কিন্তু কোথা থেকে টিকিট কাটলে বেশি দাম আর কোথায় কম সে বিষয়ে অনেকেরই জানা থাকে না। যার ফলে প্রাইভেট অ্যাপ গুলিতে টিকিট কেটে বেশি খরচ করে ফেলেন। এই খরচ কমাতে IRCTC-র ব্যবস্থা গ্রহণ করুন। ভারতীয় রেল (Indian Railways) স্বীকৃত সংস্থায় অত্যন্ত ভরসাযোগ্য।