মাত্র ১০ হাজার টাকায় মিলবে Maruti Suzuki-র এই দুর্ধর্ষ গাড়ি! শুধু করতে হবে এই কাজ

বাংলা হান্ট ডেস্ক: আমাদের দেশে গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলির মধ্যে অন্যতম হল Maruti Suzuki। যত দিন এগোচ্ছে ততই পাল্লা দিয়ে ক্রেতারা এই সংস্থার গাড়িগুলিকে কিনছেন। পাশাপাশি, যুগের সাথে তাল মিলিয়ে এবং গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে একের পর এক দুর্ধর্ষ গাড়ি বাজারে আনছে এই সংস্থা। সর্বোপরি, এই গাড়িগুলির দামও থাকে নাগালের মধ্যেই। দারুণ সব স্পেসিফিকেশনের সাথে লঞ্চ হওয়া এই গাড়িগুলির মাইলেজও থাকে দুর্দান্ত। আর সেই কারণেই গ্রাহকরা আকৃষ্ট হচ্ছেন গাড়িগুলির প্রতি।

এমতাবস্থায়, সম্প্রতি Maruti Suzuki আরও একটি গাড়ি বাজারে নিয়ে এসেছে। যা ইতিমধ্যেই বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে ক্রেতামহলে। মূলত, আমরা Maruti Suzuki Brezza-র কথা আপনাদের জানাচ্ছি। যেটির দাম নির্ধারিত হয়েছে ৮ লক্ষ টাকার কাছাকাছি। তবে, বর্তমান প্রতিবেদনে আজ আমরা আপনাদের কাছে এমন একটি অফারের প্রসঙ্গ উপস্থাপিত করব যেটির সাহায্যে মাত্র ১০ হাজার টাকার দিয়েই ওই গাড়িটিকে বাড়িতে নিয়ে যেতে পারেন আপনি।

ইতিমধ্যেই সংশ্লিষ্ট কোম্পানির তরফে একটি দারুণ অফার শুরু করা হয়েছে গ্রাহকদের জন্য। আর এই অফারকে কেন্দ্র করেই Maruti Suzuki Brezza গাড়িটির মালিক খুব সহজেই হওয়া যাবে। মূলত, এই অফারের মাধ্যমে একটি দুর্দান্ত ফাইন্যান্স প্ল্যানের সুবিধা পাবেন ক্রেতারা। যেটির সাহায্যে মাত্র কয়েকটি কিস্তির মাধ্যমেই এই গাড়িটির সম্পূর্ণ দাম মিটিয়ে ফেলা সম্ভব। শুধু তাই নয়, এই প্ল্যানের সাহায্যে মাত্র ১০ হাজার টাকা দিয়ে গাড়িটিকে বুক করে সেটি কিনে নিতে পারবেন ইচ্ছুক ক্রেতারা।

কিভাবে ১০ হাজার টাকায় মিলবে গাড়ি: এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, দিল্লির এক্স শোরুম মূল্য অনুযায়ী Maruti Suzuki Brezza গাড়িটির LXI ভেরিয়েন্টের মূল্য হল ৮,৯৭,০৯০ টাকা। এর পাশাপাশি, আরটিও খরচ এবং ইন্সিওরেন্স খরচ বাবদ পড়বে যথাক্রমে ৫৫,৯৩০ টাকা এবং ৪২,১৬০ টাকা। এমতাবস্থায়, একটি সোজা হিসেব রয়েছে। গাড়িটি কেনার সময়ে আপনি যদি বেশি পরিমানে ডাউন পেমেন্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে কম EMI দিতে হবে। আবার কম ডাউন পেমেন্টের ক্ষেত্রে বিষয়টা উল্টো হবে। মনে করুন ডাউন পেমেন্ট বাবদ আপনি ৩.৯৯ লক্ষ টাকা দিয়েছেন।

Maruti Suzuki Breeza 1

পাশাপাশি, ৯ শতাংশ ব্যাঙ্কিং ইন্টারেস্টে EMI-এর জন্য নির্ধারিত সময়সীমা থাকবে ৫ বছর। সেক্ষেত্রে, আপনাকে প্রতি মাসে মাত্র ১০,৩৪০ টাকা জমা দিতে হবে গাড়িটির জন্য। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, Maruti Suzuki Brezza গাড়িটির মোট চারটি ভেরিয়েন্ট রয়েছে। সেগুলি হল-LXI, VXI, ZXI এবং ZXI+। অর্থাৎ, এটির টপ মডেল হল ZXI+, এবং লোয়ার মডেল হল LXI।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর