অত্যন্ত “শক্তিশালী” ভারতের পাসপোর্ট! এই ৬০ টি দেশে ভিসা ছাড়াই করতে পারেন ভ্রমণ

বাংলা হান্ট ডেস্ক: মূলত, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে পাসপোর্ট (Passport) হল একটি গুরুত্বপূর্ণ জিনিস। যেটি ছাড়া কোনোমতেই বিদেশ সফর সম্ভব হয়না। এমতাবস্থায়, সম্প্রতি হেনলি পাসপোর্ট সূচকের (The Henley Passport Index) পরিসংখ্যান সামনে এসেছে। যেখানে ভারতীয় পাসপোর্ট সম্পর্কে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হয়েছে। মুলত, হেনলি পাসপোর্ট সূচকে International Air Transport Authority- থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বের বিভিন্ন দেশের পাসপোর্টের ক্ষমতা বিচার করা হয়।

এদিকে, ওই পরিসংখ্যান অনুযায়ী জানা গিয়েছে যে, মোট ১৯৯ টি পাসপোর্টের মধ্যে ভারতের পাসপোর্ট ৮৭ তম স্থান অর্জন করেছে। সেই সঙ্গে জানা গিয়েছে, ভারতের পাসপোর্ট মোট ৬০ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার প্রদান করে। এদিকে, এই তালিকার শীর্ষে রয়েছে জাপান। যেটির পাসপোর্টের সাহায্যে ১৯৩ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকার রয়েছে। তারপরেই রয়েছে সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া। উভয় দেশই ১৯২ টি দেশে ভিসা-মুক্ত প্রবেশাধিকারের সুবিধা দেয়।

উল্লেখ্য যে, তৃতীয় ত্রৈমাসিকের পরিসংখ্যানের ভিত্তিতে ভারত দু’ধাপ নেমে এলেও গত বছরের পরিপ্রেক্ষিতে এই তালিকায় তিন ধাপ এগিয়েছে। পাশাপাশি, পাসপোর্ট সূচক অন্যান্য দেশের সাথে একটি দেশের কূটনৈতিক সম্পর্কের শক্তিও নির্ধারণ করে। যদিও, বর্তমানে বিশ্বব্যাপী ভ্রমণ এখনও কোভিড বিধিনিষেধ থেকে পুরোপুরি এড়াতে পারেনি, তাই এই হিসেব একটি খন্ডচিত্র তুলে ধরেছে।
এমতাবস্থায়, একনজরে দেখে নিন ভারতীয় পাসপোর্টের সৌজন্যে কোন ৬০ টি দেশে যাতায়াত করা সম্ভব:

* ওশিয়ানিয়া মহাদেশের এই দেশগুলি: ১. কুক আইল্যান্ড ২. মার্শাল আইল্যান্ড ৩. ন্যুয়ে ৪. সামোয়া ৫. ভানাতায়ু ৬. ফিজি ৭. মাইক্রোনেশিয়া ৮. পালাউ আইল্যান্ড ৯. টুভালু

* মধ্যপ্রাচ্যের এই দেশগুলি: ১০. ইরান ১১. জর্ডন ১২. ওমান ১৩.কাতার

* ইউরোপের এই দেশগুলি: ১৪. আলবিনিয়া ১৫. সার্বিয়া

*ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের এই দেশগুলি: ১৬. বার্বাডোজ ১৭.ডমিনিকা ১৮. হাইতি ১৯. মন্তসেরাট ২০. সেন্ট লুসিয়া ২১. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ২২. ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড ২৩. গ্রেনেডা ২৪. জামাইকা ২৫. সেন্ট কিটটিস অ্যান্ড নেভিস ২৬. সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য
* এশিয়ার এই দেশগুলি: ২৭. ভুটান ২৮. ইন্দোনেশিয়া ২৯. ম্যাকাও ৩০. মায়ানমার ৩১. শ্রীলঙ্কা ৩২. তিমর-লেস্ট ৩৩. কম্বোডিয়া ৩৪. লাওস ৩৫. মালদ্বীপ ৩৬. নেপাল ৩৭. থাইল্যান্ড

* আমেরিকার এই দেশগুলি: ৩৮. বলিভিয়া ৩৯. এল সালভাদর

indians renounce citizenship over 8 lakh govt 1639476491297 1639476491412

* আফ্রিকার এই দেশগুলি: ৪০. বৎসওয়ানা ৪১. কেপ ভার্ডে আইল্যান্ড ৪২. ইথিওপিয়া ৪৩. গুয়েনা বিসাউ ৪৪. মরিশানিয়া ৪৫. মোজাম্বিক ৪৬. সেনেগাল ৪৭. সিয়েরা লিওন ৪৮. তানজানিয়া ৪৯. টিউনিশিয়া ৫০. জিম্বাবোয়ে ৫১. বুরুন্ডি ৫২. কোমোরো আইল্যান্ড ৫৩. গাবন ৫৪ মাদাগাস্কার ৫৫. মরিশাস ৫৬. রোয়ান্ডা ৫৭. সিয়াচেল ৫৮. সোমালিয়া ৫৯. টোগো ৬০. উগান্ডা


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর