গরমে ত্বকের টোনার হিসেবে ব্যবহার করুন টমেটো রস, আর পান জেল্লাদার ত্বক

ত্বকের যত্ন নেওয়ার জন্য জলের উপকারিতা অস্বীকার করা যায় না। মাথায় রাখতে হবে পার্লার, স্কিন ট্রিটমেন্ট, কসমেটিক্স জন্য গাদা গাদা টাকা খরচ করে জ্বেল্লাদার ত্বক মেলে না । শুধুমাত্র জল ব্যবহার করেই পাওয়া যেতে পারে উজ্জ্বল ত্বক । ত্বকের যে কোনও সমস্যা সমাধানের জন্য বরফ জল অত্যন্ত উপযোগী।মুখের ত্বক কোমল করতে কে না চায়।

এর জন্য মেনে চলতে হবে কটি নিয়ম। সাবানের বদলে মুখ পরিস্কার করতে ব্যবহার করতে পারেন অ্যারোমেটিক ফেসওয়াশ বা আয়ুর্বেদিক ফেসওয়াশ।ত্বক পরিস্কার করতে সবসময় কাঁচা দুধ ব্যবহার করাই উচিত। কাঁচা দুধে তুলো ভিজিয়ে সেই তুলো দিয়ে চেপে চেপে মুখ, গলা, ঘাড় ভাল করে পরিস্কার করুন। তারপর ঠান্ডা জলে ভাল করে ধুয়ে নিন। এতে ত্বক কোমল ও তারুণ্যময় থাকবে।

b80f9b52 668e 4072 a3b0 f0243af9ec54

ইতিমধ্যে ভালোই গরম পরে গেছে, আর এই সময় আমাদের ত্বকের বিশেষ যত্ন নেওয়া দরকার। তাই মাথায় রাখতে হবে, এরকম কিছু খাওয়া উচিত যা আমাদের ত্বকের জেল্লা ধরে রাখতে পারে। আর সকাল বেলা ঘুম থেকে উঠে আমাদের এক গ্লাস জল খাওয়া দরকার। আর গরম জলে লেবু আর মধু খেলে আমাদের ত্বক ভালো থাকে।

গরমে ত্বক নানা দাগ পড়ে। তখন টোনিং করার দরকার পড়ে। আর ত্বক টোনিং করার জন্যে আমাদের মুখে বা গায়ে টমেটোর রস মাখা খুব জরুরি। মুখে এবং গায়ে ভালো করে টমেটোর রস ঘষে মেখে নিয়ে পনেরো মিনিট রাখতে হবে। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ক্রিম মাখতে হবে। এবারে এই নিয়ম প্রতিদিন করতে পারলে ফল মিলবে হাতে নাতে। তাই গরমে ফ্রেশ আর তরুণ ত্বক পেতে টমেটোর জুড়ি নেই।


সম্পর্কিত খবর