বাংলাহান্ট ডেস্কঃ দলের একাংশের আক্রমণের শিকার হলেও, সিপিএমেই (cpm) থাকছেন, জানিয়ে দিলেন অভিমানী অভিনেত্রী শ্রীলেখা মিত্র (sreelekha mitra)। প্রথম থেকেই বামেদের পাশে থাকলেও, বর্তমান সময়ে তাঁর কিছু আচরণে দলের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু এই পরিস্থিতিতে তৃণমূল থেকে ডাক এলেও, সিপিএমের সংস্রব ত্যাগ করছেন না শ্রীলেখা মিত্র।
সম্প্রতি নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে মানস সরকার নামে এক ব্যক্তির কমেন্ট তুলে ধরেন শ্রীলেখা। যা তুলে ধরে মানস সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের মনের অভিব্যক্তিও প্রকাশ করেন অভিনেত্রী। যেখানে দেখা যায়, অভিনেত্রীর কোন এক পোস্টে রিপ্লাই দিয়েছিলেন মাসন সরকার। আর সেটাই স্ক্রিন শট করে তুলে ধরেন শ্রীলেখা।
অভিনেত্রীর করা পোস্টে দেখা যায়, মানস সরকার লিখেছেন- ‘cpm আপনাকে কষ্ট দিয়েছে, দিদি তৃণমূলে আসুন। এবার নির্বাচনে cpm এর জন্য এতকিছু করলেন, তার বিনিময়ে আপনি কী পেয়েছেন? টাকা-পয়সা? কিছুই পাননি! তার বিনিময়ে পেলেন শুধু কষ্ট আর যন্ত্রণা! আপনি তৃণমূলে আসুন, এখানে চিরঞ্জিৎ, শতাব্দী, দেব, নুসরত, মিমি, জুন, কাঞ্চন-সহ আপনার একদা সহ শিল্পী, সতীর্থদের অনেকেই সম্মান ও স্বাচ্ছন্দের সঙ্গে রয়েছেন’।
তৃণমূল সমর্থকের থেকে এমন আমন্ত্রণ পেয়ে কিছুটা অভিভূতই হলেন শ্রীলেখা, তাঁকে ধন্যবাদ জানিয়ে লিখলেন, ‘সিপিএমের কিছু অতি পাকা ছেলেমেয়ের জন্য পার্টির সমর্থন ছাড়ব না ভাই। ওটা নিয়ে বেঁচেছি, ওই বিশ্বাসেই বাকি জীবন কাটাব। কে কী বলল এত ভাবলে তো বাঁচতেই পারব না। বাট তুমি যে ফিল করেছ তার জন্য থ্যাঙ্ক ইউ!’ সঙ্গে ক্যাপশনে লিখলেন, ‘টিএমসি সমর্থক বুঝল…যাক’।