টিকায় টাকা দেননি বলে তেল কেনার সময় বেশি টাকা দিতে হবে! বিতর্কিত মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর

বাংলাহান্ট ডেস্কঃ ‘টিকা নেওয়ার সময় তো টাকা দেননি, তাই তেল কিনতে একটু বেশি টাকা তো দিতেই হবে’, এমনই মন্তব্য করে বিতর্কের সূত্রপাত ঘটালেন খোদ কেন্দ্রীয় পেট্রলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি (rameshwar teli)। কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্যে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েছে বিজেপি শিবির।

পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সম্প্রতি কেন্দ্রীয় পেট্রলিয়াম প্রতিমন্ত্রী রামেশ্বর তেলি মন্তব্য করেন, ‘টিকা নেওয়ার সময় তো টাকা দেননি, তাই তেল কিনতে একটু বেশি টাকা তো দিতেই হবে। ”হিমালয়ান ওয়াটার” যদি ১০০ টাকা দিয়ে কিনতে হয়, সেই তুলনায় তেলের দাম তো অনেকটাই কম’।

thumb

কেন্দ্রীয় মন্ত্রী তথা অসম আরও সাংসদ জানান, ‘এক লিটার পেট্রোলের দাম মাত্র ৪০ টাকা। তবে সেখানে কেন্দ্র ৩০ টাকা ভ্যাট যোগ করেছে এবং অসম সবথেকে কম ভ্যাট নেওয়া হয় ২৮ টাকা। তবে দেখুন টিকা প্রতি ১২০০ টাকা খরচ হয়েছে সরকারের। বিনামূল্যে টিকা দিতে হচ্ছে ১৩০ কোটি মানুষকে। আর সেই কারণেই তেলের দামের সঙ্গে ভ্যাট যোগ করছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলো’।

কেন্দ্রী মন্ত্রীর এমন মন্তব্যে কিছুটা অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। অন্যদিকে তেলিকে আক্রমণ করতেও ছাড়েনি বিরোধীরা। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব কটাক্ষ করে বলেন, ‘একদিকে দেশবাসীকে বিনামূল্যে টিকা দিচ্ছে, আর অন্যদিকে সেই অর্থ তুলে নিচ্ছে পেট্রোল-ডিজেলের দাম বাড়িয়ে। তেলির এই মন্তব্যেই প্রকাশ পাচ্ছে মোদী ও তাঁর মন্ত্রীরা কতটা পরিমাণ মিথ্যা বলছেন’।

আবার কেন্দ্র সরকাররে দিকে তোপ দেগে কংগ্রেসের কার্যনির্বাহী সভাপতি জাকির হুসেন শিকদার বলেন, ‘মোদী সরকারের জনকল্যাণের মুখোশের আড়ালে আসল চেহারাটা ফাঁস করে দেওয়ার জন্য তেলিকে ধন্যবাদ। গামোসা পরিয়ে সংবর্ধনা দেব ওনাকে। এই ধরনের সত্য কথা বলার জন্য তাঁর মন্ত্রীত্ব টিকলে হয়’।

Smita Hari

সম্পর্কিত খবর